মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ফিরেছেন বেজবাবা সুমন

শোবিজ প্রতিবেদক

ফিরেছেন বেজবাবা সুমন

সুস্থ হয়ে কাজে ফিরেছেন বেজবাবা সুমন। প্রায় ১০ বছর পর ‘সুমন-আনিলা ২’ নিয়ে ফিরছেন তিনি। সুমন ও আনিলার গাওয়া প্রথম দ্বৈত অ্যালবাম ‘এখন আমি’। অ্যালবামের ‘দিয়েছিলে যা নিয়ে নিতে পারো’সহ বেশ কয়েকটি গান তুমুল জনপ্রিয় হয়। আর অ্যালবামটি প্রকাশ হয়েছিল ২০০৭ সালে। পাক্কা ১০ বছর পর আসতে যাচ্ছে এ জুটির দ্বিতীয় অ্যালবাম ‘সুমন-আনিলা ২’। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যালবামটির সমন্বয়ক ও এর গায়ক সুমন নিজে। অর্থহীন ব্যান্ডের এ কাণ্ডারির ভাষ্য, ‘নানা কারণে আমরা অ্যালবামটি প্রকাশ করতে পারিনি। অনেকে মনে করেছিলেন, আর হয়তো সম্ভব নয়। কিন্তু অ্যালবামটি আসছে। রোজার ঈদে এটি শ্রোতারা পাবেন।’ দীর্ঘদিন ধরে অ্যালবামটি প্রকাশের কথা শোনা গেলেও তা হচ্ছিল না। নতুন খবরে শিল্পী আনিলাও ভীষণ খুশি। যা পাওয়া গেল সুমনের কথায়, ‘আনিলাকে গত পরশু দিন যখন ফোন দিয়ে বললাম, অ্যালবামটি আসছে, সে বলল, আসলেই আসছে? সত্যিই তো! ভীষণ খুশি সে।’ জানা গেল, অ্যালবামে গান থাকছে ৮টি। বেশিরভাগ গানের কথা ও সুর করেছেন সুমন। এতে ফুয়াদ ও রাফারও সংগীতায়োজন থাকছে। এদিকে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ শিরোনামের ছবিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের সঙ্গে বেজ গিটার বাজিয়েছেন সুমন। ‘প্রথম’ গানটির কথা লিখেছেন সুমন বড়ুয়া, সুর করেছেন এই ছবির নায়ক ইমতিয়াজ বর্ষণ আর সংগীতায়োজন করেছেন মাসুদ হাসান উজ্জ্বল।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর