বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

এবার ‘দেবী’ নিয়ে নুহাশের স্ট্যাটাস

শোবিজ প্রতিবেদক

এবার ‘দেবী’ নিয়ে নুহাশের স্ট্যাটাস

বোন শীলা আহমেদের পর মুক্তি প্রতীক্ষিত ছবি ‘দেবী’ নিয়ে স্ট্যাটাস দিলেন হুমায়ূন আহমেদপুত্র নুহাশ হুমায়ূন। গতকাল এক স্ট্যাটাসে হুমায়ূন লেখেন— ‘আমি নিশ্চিত অনেকেই ‘দেবী’ মুক্তির জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। মানুষের আগ্রহের কারণ, এই সিনেমাটি নির্মাণের জন্য ক্যামেরার সামনে আর পেছনে খুব মেধাবী কিছু মানুষ কাজ করেছেন। কিন্তু এটাও অস্বীকার করার কোনো উপায় নেই যে ‘দেবী’ নিয়ে মানুষের আগ্রহের বড় এবং অন্যতম আরেকটা কারণ, এর চরিত্রগুলো, গল্প আর এর সঙ্গে জড়ানো কিংবদন্তি মানুষটির নাম।’ তিনি লেখেন, ‘এই সিনেমাটির নির্মাণ কাজ শুরু হয়েছে আমার এবং আমার তিন বোনের (নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ) অনুমতি ছাড়াই। হুমায়ূন আহমেদের সব সৃষ্টি এখন তার উত্তরাধিকারদের স্বত্বাধিকারে। আমাদের চার ভাইবোনের অনুমতি ছাড়া যে এই সিনেমাটি মুক্তি দেওয়ার কাজ চলছিল, সেটা সম্পূর্ণ আইনবহির্ভূত ছিল। যখন এই সিনেমার প্রযোজক জয়া আহসান এই বিষয়ে জানলেন, তিনি সঙ্গে সঙ্গেই আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করলেন এবং আমাদের চারজনের অনুমতি নেওয়ার জন্য আইনগত সব ব্যবস্থা নিলেন। তিনি এই সিনেমার মার্কেটিংসহ বাকি কাজ বন্ধ রাখলেন আমাদের চার ভাইবোনের চুক্তিপত্রে সাইন হওয়া পর্যন্ত।’তিনি আরও লেখেন, অনেক নির্মাতাই আমাদের জানিয়েছেন তারা আমার বাবার স্ত্রী-মেহের আফরোজ শাওনকে এককালীন কিছু টাকা দিয়ে অনুমতি নিয়েছেন এবং নাটক নির্মাণ করেছেন। শাওন আমার বাবার ‘ইনটেলেকচুয়াল প্রপার্টির’ (গল্প, উপন্যাস, তার সৃষ্ট যে কোনো কিছু) একমাত্র উত্তরাধিকার নয়। তাই আমাদের চার ভাইবোনের অনুমতি ছাড়া, শুধুমাত্র শাওনের অনুমতি নিয়ে, হুমায়ূন আহমেদের সৃষ্টি নিয়ে কাজ করা সম্পূর্ণ বেআইনি।’ 

সর্বশেষ খবর