শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

ঋষির বাবা অমিতাভ...

শোবিজ ডেস্ক

ঋষির বাবা অমিতাভ...

বৃদ্ধ বাবা ও তার বৃদ্ধ ছেলের গল্প নিয়ে উমেশ শুক্লা নির্মাণ করেছেন ‘১০২ নট আউট’ ছবিটি। আজ মুক্তি পাবে এই ছবিটি। নাট্যকার সৌম্য জোশির ‘গুজরাটি’ নাটক অবলম্বনে নির্মিত ছবিটির গল্প আকর্ষণীয়। তার চেয়েও বেশি আকর্ষণীয় ছবির বাবা-ছেলে জুটির মূল দুই অভিনেতা। নাম দুটো অবশ্যই সবার জানা। ‘অমর আকবর অ্যান্টনি’র সেই বিখ্যাত আকবর এবং অ্যান্টনি জুটি। অর্থাৎ ঋষি কাপুর ও অমিতাভ বচ্চন। পোস্টার প্রকাশ্যে আসার পরই তুমুল শোরগোল পড়ে যায় ‘১০২ নট আউট’ ছবিটি নিয়ে। কারণটা অবশ্যই দুই হাই প্রোফাইল অভিনেতার একই সঙ্গে পর্দায় আগমন। ‘কভি কভি’, ‘আজুবা’, ‘অমর আকবর অ্যান্টনি’র মতো বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন অমিতাভ-ঋষি। দীর্ঘ ২৭ বছর পর ফের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এ দুই অভিনেতাকে। ছবিতে অমিতাভ অভিনয় করেছেন ১০২ বছরের এক বৃদ্ধ বাবার ভূমিকায়। তার ছেলের ভূমিকায় দেখা যাবে ঋষি কাপুরকে, যার বয়স ৭৫ বছর। এই বাবা-ছেলের সম্পর্কের রসায়নই ছবির মূল অংশ। ১০২ বছরের বাবা ঝলমলে, জীবনকে নতুনভাবে দেখতে চান। ঠিক বিপরীত তার থেকে ২৭ বছরের ছোট ছেলে। তাই ‘বুড়ো’ ছেলেকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চান তারই ‘বুড়ো’ বাবা। কদিন আগে প্রকাশিত হয় ছবিটির ট্রেলার। যার একটি দৃশ্যে অমিতাভ বলেন, ‘আমি বিশ্বের প্রথম বাবা হব, যে নিজের ছেলেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে...।’ অমিতাভের এমন সংলাপ শুনে সম্প্রতি ঋষি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘তার (অমিতাভ বচ্চন) মতো অনুশাসন কারও মধ্যে দেখিনি। আমরা একসঙ্গে ছয়টি ছবি করেছি। শেষ ছিল ‘আজুবা’। ২৭ বছর পর আবার একসঙ্গে ফিরছি। মিস্টার বচ্চন যেভাবে তার চরিত্রকে ভালোবাসেন, সেটা আমি তার কাছ থেকেই শিখেছি। আমি ছবিতে কাজ করতে করতে এখনো অবিরাম শিখছি। মিস্টার বচ্চনের সঙ্গে যখন কাজ করি, তখন সার্বিকভাবে আমাদের কাজের মানটাও বেড়ে যায়।’ 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর