শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

ফের পাওলি...

শোবিজ ডেস্ক

ফের পাওলি...

আবারও বাংলার টানে এদেশে ছুটে আসছেন পাওলি দাম। বাংলা ভেঙে দেওয়ার একাত্তর বছর পূরণকে ঘিরে চলচ্চিত্র ‘মাটি’ নির্মাণ করেছেন কলকাতার সাহিত্যিক লীনা গঙ্গোপাধ্যায়। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম। পাওলি বলেন, এ চলচ্চিত্রে আমার চরিত্রের নাম মেঘলা। এ ছবির গল্প শুনে আমার স্মৃতি মনে নাড়া দিয়ে ওঠে। কারণ আমার বাবার বাড়ি ফরিদপুর ও মায়ের বাড়ি যশোর। তাদের কাছে শোনা গল্প স্ক্রিপ্টের সঙ্গে যেন মিলে যাচ্ছিল। সেই স্বপ্নের ভালোবাসা থেকে আমি ছবিটিতে অভিনয় করি। ‘মাটি’ চলচ্চিত্রটির ট্রেলার সম্প্রতি প্রদর্শিত হয়েছে কলকাতার নন্দনে-৩ প্রেক্ষাগৃহে। এতে উপস্থিত ছিলেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল ইকবাল। চলচ্চিত্রটিতে দেখানো হয়েছে বাংলা ভাগ, শরণার্থীদের জীবন, শিকড়ের সন্ধানে ছিন্নমূল পরিবারের গল্প। ছবিটির বেশির ভাগ শুটিং হয়েছে বাংলাদেশে। ছবিটি বাংলাদেশেও মুক্তি দেওয়া হবে। এর আগে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ঢাকার ‘সত্তা’ ছবিতে অভিনয় করেন এই অভিনেত্রী। এ ছবির মাধ্যমে আবার বাংলাদেশের বড় পর্দায় আসছেন পাওলি।  মোফাকখারুল ইকবাল বলেন, মাটি মানে মা। এই মাটির অনুভব আমি এবং প্রতিটি মানুষ করে। পশ্চিমবঙ্গের অনেক মানুষের শিকড় বাংলাদেশে। লীনা দি যেভাবে  চেয়েছেন বাংলাদেশ সরকার সেভাবে সহযোগিতা করেছে। সিনেমাটি দর্শকদের মুগ্ধ করবে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর