রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

মৌসুমীর নতুন উদ্যোগ

শোবিজ প্রতিবেদক

মৌসুমীর নতুন উদ্যোগ

এবার অসহায় বাবা-মায়ের পাশে দাঁড়াচ্ছেন অভিনেত্রী মৌসুমী। নিজের বাবা-মা নয়। মৌসুমীর কথায় বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় বাবা-মা বয়স্ক হয়ে গেলে অনেক সন্তান ব্যস্ততার অজুহাতে তাদের সময় দেন না। তাদের সঙ্গে কথা বলা বা খোঁজখবর পর্যন্ত রাখেন না। এ অবস্থায় বাবা-মায়েরা চরম অসহায় হয়ে পড়েন। মানসিকভাবে ভেঙে পড়েন। মনোকষ্টে অসময়ে মৃত্যুর দিকে এগিয়ে যান বা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অনেক সন্তান আবার বাবা-মাকে বোঝা মনে করে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন, যা সত্যিই অমানবিক এবং ন্যক্কারজনক।

মৌসুমীর কথায় এমন অসহায় মা-বাবাদের জন্য তিনি একটি আবাসস্থল তৈরি করবেন, যা বৃদ্ধাশ্রমের মতো হবে না। সেখানে এ ধরনের মা-বাবার মনের দুঃখ দূর করার সব ধরনের ব্যবস্থা থাকবে। প্রচুর আনন্দ আয়োজনের ব্যবস্থা করা হবে, যা সত্যিই একেবারে ঘরোয়া পরিবেশের মতো হবে। আর তা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে করতে চান এ অভিনেত্রী। অবশ্য কাজটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও জাতিসংঘের শুভেচ্ছাদূত মৌসুমী একা করবেন না। সঙ্গে থাকছেন তার স্বামী অভিনেতা ওমর সানী। আজ সানীর জন্মদিন। এ উপলক্ষে সন্ধ্যায় বাসায় থাকছে বিশেষ আয়োজন। আর সেই আয়োজনে অসহায় বাবা-মায়ের পাশে মৌসুমী-সানী দম্পতি কীভাবে দাঁড়াবেন কখন কাজ শুরু করবেন তা জানাবেন। মৌসুমী বলেন, মানুষ মানুষের জন্য, এ প্রবাদটি মনে রেখে সবাইকে সবার সুখ-দুঃখে পাশে দাঁড়ালে পৃথিবীতে দুঃখ-কষ্ট বলে আর কিছুই থাকবে না। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর