রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

সত্যজিৎ রায়ের ছোটগল্প নিয়ে ওয়েব সিরিজ

শোবিজ প্রতিবেদক

কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ১২টি ছোটগল্প নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ। গেল ২ মে সত্যজিৎ রায়ের ৯৭তম জন্মবার্ষিকীতে এ ঘোষণা দেয় ভারতীয় প্রযোজনা সংস্থা ‘ভায়াকম ১৮’। ‘এক্স রেসিলেক্টেড সত্যজিৎ শর্টস’ নামের ওয়েব সিরিজটি পরিচালনা করবেন সৃজিত মুখোপাধ্যায়। ‘এক ডজন গপ্পো’, ‘আরও বারো’, ‘এবারও বারো’ ইত্যাদি গল্পগ্রন্থ থেকে বাছাই করা হবে ১২টি গল্প। আর এগুলোর শুটিং হবে ভারতের ১২টি শহরে! এমনটাই ইচ্ছা প্রকাশ করেন পরিচালক। এটাও জানান, সব গল্পই বর্তমান সময়ের প্রেক্ষাপটে এবং সর্বভারতীয় দর্শকের উপযোগী করে তোলা হবে। সিরিজের ভাষা হবে হিন্দি। সৃজিত বলেন, ‘সত্যজিৎ রায়ের কিছু অসাধারণ ছোটগল্প রয়েছে, যেগুলো নিয়ে খুব কমই আলোচনা হয়। সেগুলো নিয়ে এবার কাজ করতে পারব, এটা খুশির ব্যাপার।’

সর্বশেষ খবর