বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা তারকাদের রান্নাঘর নিয়ে মমতাজ-মৌসুমী

পান্থ আফজাল

বসুন্ধরা তারকাদের রান্নাঘর নিয়ে মমতাজ-মৌসুমী

বসুন্ধরা গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে সংবাদ সম্মেলনে মমতাজ, মৌসুমী ও অনন্যা রুমা —বাংলাদেশ প্রতিদিন

দেশের স্বনামধন্য ব্যবসায়িক গ্রুপ বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী সমাজের অবহেলিত অসহায়, সুবিধাবঞ্চিতদের নিয়ে নির্মাণ করা হচ্ছে ‘বসুন্ধরা তারকাদের রান্নাঘর’। এ উপলক্ষে গতকাল বিকাল ৫টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার-২-তে। সংবাদ সম্মেলনে সংগীতশিল্পী মমতাজ বেগম (এমপি) এবং চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.) (মানবসম্পদ প্রধান, সেক্টর-এ), জেড এম আহমেদ প্রিন্স (হেড অব বিজনেস ডেভেলপমেন্ট-সেক্টর-এ), মীর টি আই ফারুক রিজভি (হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস বসুন্ধরা এলপি গ্যাস), তৌফিক হাসান (জিএম, মার্কেটিং, বসুন্ধরা পেপার মিলস লি.), মাসুদুজ্জামান (এক্সিকিউটিভ ডিরেক্টর, বসুন্ধরা পেপার মিলস লি.) এবং অনন্যা রুমা (চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট)। সংবাদ সম্মেলনে সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, ‘এটি বসুন্ধরা গ্রুপের একটি চমৎকার আয়োজন। আমি ও মৌসুমী এই মহতী উদ্যোগের সঙ্গে থাকতে পেরে খুবই সম্মানিত অনুভব করছি। মৌসুমী অনেক গুছিয়ে কথা বলতে পারে। আমরা যারা গান গাই বা অভিনয় করি তারা তেমন করে কথা বলতে পারি না। যেহেতু এখন রাজনীতি করি, একটু কথা তো বলতেই হয়। বসুন্ধরা গ্রুপের এই অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের পাশে এই রোজার মাসে থাকতে পারছি বলে বসুন্ধরাকে ধন্যবাদ জানাচ্ছি।’

অনুষ্ঠানে চিত্রনায়িকা মৌসুমী বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এই থিম আমার পছন্দ হয়েছে। অন্যদিকে মমতাজ আপার সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এই অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কিছুটা সময় আড্ডা দিতে, গল্প করতে পারব। এটি সত্যি আনন্দের। এই মহতী উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপ পাশে আছে বলে তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস ভবিষ্যতেও আমরা সবাই যেন এমন ধরনের সোশ্যাল কমিটমেন্ট রক্ষা আরও

করতে পারি।’ এদিকে বসুন্ধরা কর্তৃপক্ষ বলেন, ‘দেশ ও মানুষের কল্যাণ নিয়ে বসুন্ধরা গ্রুপ যাত্রা শুরু করেছিল। বসুন্ধরা গ্রুপ সবসময়ই ব্যতিক্রমী অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে থাকে, পবিত্র রমজান মাসে আমরা চেয়েছি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করতে। সেই লক্ষ্যেই আমরা এই ব্যতিক্রমী কুকিং শোর আয়োজন করেছি। আশা করছি, অনুষ্ঠানটি সব বয়সী মানুষের ভালো লাগবে এবং বসুন্ধরার এই প্রচেষ্টার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও অনেকেই সহযোগিতার হাত প্রসারিত করবেন।’ এই অনুষ্ঠানের ৩০টি পর্বের বিভিন্ন সময়ে থাকবেন সংগীতশিল্পী মমতাজ ও চিত্রনায়িকা মৌসুমী। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন জান্নাতুল পিয়া। গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনায় অনন্যা রুমা। প্রযোজনা করছে চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট। এটিএন বাংলায় পবিত্র রমজান মাসে এই অনুষ্ঠানটি প্রচারিত হতে যাচ্ছে।

সর্বশেষ খবর