সোমবার, ২১ মে, ২০১৮ ০০:০০ টা

পর্দা নামল ৭১তম কান চলচ্চিত্র উৎসবের

পান্থ আফজাল

পর্দা নামল ৭১তম কান চলচ্চিত্র উৎসবের

স্বর্ণপাম হাতে জাপানি পরিচালক হিরোকাজু কোরে-এদার

১৪টি দেশের ২১টি ছবি! স্বর্ণপামের লড়াইয়ে তাই একটাই প্রশ্ন ছিল, কার ভাগ্যে জুটবে এবারের স্বর্ণপাম? সেই মাহেন্দ্রক্ষণ শেষ হলো গত রাতে (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা)। প্রথম থেকেই স্বর্ণপামের দৌড়ে এগিয়ে ছিলেন এশিয়ার প্রতিনিধিত্বকারী তিন নির্মাতা জাপানের হিরোকাজু কোরে-এদার ও রাইয়ুসুকি হামাগুচি, চীনের জিয়া ঝ্যাংকি। তাই সত্যি হলো! স্বর্ণপাম উঠল ‘শপলিফটার্স’র নির্মাতা জাপানের হিরোকাজু কোরে-এদারের ঘরে। গত ১৯ মে পালে দো ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে কানের সমাপনী আসর। শুরুতে আসরের বিভিন্ন স্মরণীয় ও উল্লেখযোগ্য মুহূর্ত দেখানো হয়। এরপর আলোকিত হয় মঞ্চ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ক্যামেরা দ’র বিভাগের পুরস্কার বিতরণীর পর মঞ্চে আসেন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট। মিলনায়তন ভর্তি মানুষের সামনে উৎসবের শেষ রাতের সবচেয়ে বড় পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেন এবারের জুরিবোর্ডের প্রধান। পুরস্কার অনুষ্ঠান শেষ হতেই শুরু হয় উৎসবের সমাপনী ছবি ব্রিটিশ নির্মাতা ট্যারি গিলিয়ামের ‘দ্য ম্যান হু কিলড ডন কেয়োটি’। তবে সাংবাদিকদের জন্য এবারের জুরি সদস্যরা ছবি দেখা বাদ দিয়ে যোগ দেন সংবাদ সম্মেলনে।

 

স্বর্ণপাম পেল জাপানের ছবি ‘শপলিফটার্স’

এবারের কান উৎসবের সবচেয়ে সম্মানজনক পাম দ’র (স্বর্ণপাম) পুরস্কার জিতে নেয় জাপানের ছবি ‘শপলিফটার্স’। শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচনের তালিকা থেকে বর্ষীয়ান জাপানি পরিচালক হিরোকাজু কোরে-এদারের ছবিটিই বেছে নেন বিচারকরা।

 

গ্রাঁ প্রিঁ পেলেন স্পাইক লি

আসরে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ পেলেন মার্কিন নির্মাতা স্পাইক লি। ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ছবি নির্মাণের স্বীকৃতি হিসেবে ৬১ বছর বয়সী এ নির্মাতাকে দেওয়া হলো এই সম্মান। 

 

পাওয়েল পাউলোকস্কি সেরা পরিচালক

সেরা পরিচালক হয়েছেন পোল্যান্ডের পাওয়েল পাউলোকস্কি। অস্কারজয়ী এই নির্মাতার ‘কোল্ড ওয়ার’-এর গল্প পঞ্চাশের দশকের প্রেক্ষাপটে একজোড়া মানব-মানবীর প্রেমকে ঘিরে।

 

 

সেরা অভিনেতা মার্সেলো ফন্তে

এ আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ইতালির মার্সেলো ফন্তে। মাত্তিও গারোন পরিচালিত ‘ডগম্যান’ ছবির জন্য তিনি সেরা হন। আশির দশকের রোমের প্রেক্ষাপটে ‘ডগম্যান’ ছবির গল্প কুকুরের গ্রুমার মার্সেলোকে ঘিরে।

 

সেরা অভিনেত্রী সামাল ইয়েসলিয়ামোভা

৭১তম কান আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সামাল ইয়েসলিয়ামোভা। কাজাখস্তানের সের্গেই দিভোর্তসেভয়ের ‘আইকা’য় দারুণ অভিনয়ের কারণে তিনি এই স্বীকৃতি পান।

 

সেরা চিত্রনাট্যকার ও ক্যামেরা দ’র

‘থ্রি ফেসেস’ এর জন্য সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জিতেছেন ইরানে গৃহবন্দী নির্মাতা জাফর পানাহি। আর ‘গার্ল’ ছবির জন্য ক্যামেরা দ’র পুরস্কার জিতেছেন বেলজিয়ামের লুকাস দোন্ত। সোনার ক্যামেরা আকারের এ পুরস্কার জিতেছেন তিনি। এটি এই পরিচালকের প্রথম কাজ। ‘গার্ল’ ছবির গল্প লারাকে ঘিরে, যার বয়স ১৫ বছর।

 

এক নজরে বিজয়ী

প্রতিযোগিতা বিভাগ

পাম দ’র : শপলিফটার্স (হিরোকাজু কোরে-এদার, জাপান)

গ্রাঁ প্রি ঁ: ব্ল্যাকক্ল্যান্সম্যান (স্পাইক লি, যুক্তরাষ্ট্র)

সেরা পরিচালক : পাওয়েল পাউলোকস্কি (কোল্ড ওয়ার, পোল্যান্ড)

সেরা চিত্রনাট্যকার (যৌথভাবে) : জাফর পানাহি ও নাদের সায়েভার (থ্রি ফেসেস, ইরান) এবং অ্যালিস রোরওয়াচার (হ্যাপি অ্যাজ লাজ্জারো, ইতালি)

সেরা অভিনেত্রী : সামাল ইয়েসলিয়ামোভা (আইকা, কাজাখস্তান)

সেরা অভিনেতা : মার্সেলো ফন্তে (ডগম্যান, ইতালি)

বিশেষ পাম দ’র : দ্য ইমেজ বুক (জ্যঁ-লুক গদার, ফ্রান্স)

স্বল্পদৈর্ঘ্য ছবি : অল দিস ক্রিয়েচার্স (চার্লস উইলিয়ামস, অস্ট্রেলিয়া)

 

আঁ সার্তেন রিগার্দ :

সেরা চলচ্চিত্র : বর্ডার (আলী আব্বাসী, সুইডেন)

ক্যামেরা দ’র : লুকাস দোন্ত (গার্ল, বেলজিয়াম)

সর্বশেষ খবর