শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা

৫ জন নির্মাতা পাচ্ছেন চলচ্চিত্র অনুদান

শোবিজ প্রতিবেদক

চলচ্চিত্রের জন্য ২০১৭-১৮ অর্থ বছরে সরকারি অনুদান ঘোষণা করা হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো সরকারি অনুদান পাচ্ছেন মানিক মানবিক (আজব ছেলে) ও গাজী রাকায়েত (গোর)। অনুদান প্রাপ্ত অন্য নির্মাতারা হচ্ছেন আবিদ হোসেন খান (অবলম্বন), সাইদুল আনাম টুটুল (কালবেলা) ও হাবিবুর রহমান (অলাতচক্র)। তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত বুধবার চলচ্চিত্র বিভাগে পাঁচজনকে চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হচ্ছে বলে জানানো হয়। এর মধ্যে অনুদান হিসেবে প্রামাণ্যচিত্র ‘অবলম্বন’ পাবে ৪০ লাখ আর বাকি চারটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা পাবে ৬০ লাখ টাকা করে। পাঁচজনকে মোট ২ কোটি ৮০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

এ ছাড়া স্বল্পদৈর্ঘ্য বিভাগে কোনো চলচ্চিত্রের নাম ঘোষিত হয়নি। সরকারি অনুদানে মানিক মানবিক নির্মাণ করেছিলেন ‘শোভনের স্বাধীনতা’ শিরোনামের শিশুতোষ চলচ্চিত্র। মুক্তি পায় ২০১৫ সালের ১১ ডিসেম্বর। অন্যদিকে গাজী রাকায়েত পরিচালিত অনুদানের সিনেমা ‘মৃত্তিকা মায়া’ মুক্তি পায় ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর। সিনেমাটি ১৭টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

সর্বশেষ খবর