সোমবার, ২০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

প্রেক্ষাগৃহে ঈদের সিনেমা

প্রেক্ষাগৃহে ঈদের সিনেমা

ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ৬টি চলচ্চিত্র। সংশ্লিষ্ট নির্মাতাদের কথায় এসব চলচ্চিত্র হলো— ক্যাপ্টেন খান, অন্ধকার জগৎ, বেপরোয়া, জান্নাত, মনে রেখো ও মাতাল—

ক্যাপ্টেন খান

শাকিব খান ও বুবলি অভিনীত ওয়াজেদ আলী সুমন পরিচালিত অ্যাকশন-রোমান্টিক ঘরানার ছবি ‘ক্যাপ্টেন খান’।

 

জান্নাত

সাইমন ও মাহি অভিনীত মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত রোমান্টিক-অ্যাকশন ছবি ‘জান্নাত’।

বেপরোয়া

ববি ও রোশন অভিনীত জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এবং রাজা চন্দ পরিচালিত রোমান্টিক অ্যাকশন ছবি ‘বেপরোয়া’ ।

 

মাতাল

সাইমন ও অধরা খান অভিনীত শাহীন সুমন পরিচালিত রোমান্টিক অ্যাকশন ও পারিবারিক গল্পের ছবি ‘মাতাল’।

 

মনে রেখো

তাপসী ঠাকুর প্রযোজিত ও ওয়াজেদ আলী সুমন পরিচালিত হার্টবিট প্রোডাকশনের রোমান্টিক অ্যাকশন ছবি ‘মনে রেখো।’

 

অন্ধকার জগৎ

ডি এ তায়েব ও মাহি অভিনীত এস জি প্রোডাকশন প্রযোজিত এবং বদিউল আলম খোকন পরিচালিত ‘অন্ধকার জগৎ’।

উল্লেখ্য, গতকাল পর্যন্ত ‘জান্নাত’ এবং ‘মাতাল’ ছবি দুটিই শুধু সেন্সর ছাড়পত্র পেয়েছে। আজ বেপরোয়া ছবিটির সেন্সর শো হওয়ার কথা রয়েছে। জান্নাত এবং মাতাল ছবি দুটির মুক্তির জন্য গতকাল পর্যন্ত প্রযোজক সমিতিতে আবেদন পড়েছে। সেই হিসেবে ছবির প্রযোজকরা দাবি করলেও শেষ পর্যন্ত ঈদে কটি ছবি মুক্তি পাবে তা এখন দেখার বিষয়।

 

সর্বশেষ খবর