বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আইসিইউতে নাট্যকার মমতাজউদ্দীন আহমেদ

শোবিজ প্রতিবেদক

আইসিইউতে নাট্যকার মমতাজউদ্দীন আহমেদ

নাট্যকার অধ্যাপক মমতাজউদ্দীন আহমেদ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আইসিইউতে রয়েছেন। ফুসফুসের সংক্রমণ ও অ্যাজমার সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগতে থাকা এই নাট্যকার, অভিনেতা ও শিক্ষাবিদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে সোমবার রাতে তাকে ঢাকার এ্যাপোলো হসপিটালসে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে তার ছাত্র ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানিয়েছেন। মমতাজউদ্দীনের দুই ছেলেই থাকেন যুক্তরাষ্ট্রে। বাবার অসুস্থতার খবর শুনে দুজনই রওনা হয়েছেন দেশের পথে। ১৯৩৫ সালের ১৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। তার লেখা নাটক ‘কী চাহ শঙ্খচিল’ এবং ‘রাজার অনুস্বারের পালা’ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকাভুক্ত হয়েছে। তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য সম্মান লাভ করেছেন।

সর্বশেষ খবর