মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
মিডিয়া পাড়া স্থবির

নির্বাচনে ব্যস্ত তারকারা

আলাউদ্দীন মাজিদ

নির্বাচনে ব্যস্ত তারকারা

জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ১১ দিন। সর্বত্রই এখন নির্বাচনী আমেজ। চায়ের কাপেও চলছে নির্বাচনী ঝড়। এই ঝড় থেকে বাদ পড়েনি মিডিয়া জগৎও। শোবিজ তারকারা নির্বাচনী প্রচারণায় ছুটে চলছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এই নির্বাচনী প্রচারণায় তারকাদের ব্যস্ততার কারণে বলতে গেলে স্থবির হয়ে পড়েছে চলচ্চিত্র, নাটক ও সংগীত পাড়া। যৎসামান্য কাজ চললেও তাতে মনোযোগ নেই তারকাদের। নির্বাচনী প্রচারণায় অংশ নিতেই যেন বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন তারা । আর এবারই প্রথম জাতীয় নির্বাচন নিয়ে তারকাদের ব্যাপকভাবে এমন মেতে ওঠা।  বেশির ভাগ তারকাই সরাসরি প্রচারণার কাজে নেমেছেন। যারা নামেননি তারা বাইট দিচ্ছেন প্রিয় দল আর প্রার্থীর পক্ষে। সম্প্রতি বেশ কয়েকটি বাইট দিয়েছেন শীর্ষ নায়ক শাকিব খান। এই নায়ক এখন ‘শাহেনশাহ’ ছবি আর একটি বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত থাকায় সরাসরি এখনো প্রচারণায় নামতে না পারলেও ‘নির্বাচনী বাইট’ দিচ্ছেন এবং তা ফেসবুকসহ নানা সাইডে ভাইরাল হয়েছে। এ পর্যন্ত নির্বাচনী প্রচারণায় যাদের বেশি অংশ নিতে দেখা যাচ্ছে তারা হচ্ছেল চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজ। তাছাড়া ছোট পর্দার তারকা শমী কায়সার, মাহফুজ আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, কণ্ঠশিল্পী পড়শীকে সম্প্রতি একটি নির্বাচনী গোলটেবিল বৈঠকে অংশ নিতে দেখা গেছে। চিত্রনায়িকা অপু বিশ্বাসও কিন্তু প্রচারণায় পিছিয়ে নেই। বগুড়া, সৈয়দপুরসহ দেশের নানা জায়গায় প্রিয় দল আর প্রার্থীর পক্ষে প্রচারকাজে অংশ নিচ্ছেন আর নির্বাচনী বাইট দিয়ে যাচ্ছেন তিনি। অভিনেতা আজিজুল হাকিম এবং তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিমও বিভিন্ন স্থানে প্রচারণার কাজে নেমেছেন। সম্প্রতি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ক্রীড়া ব্যক্তিত্ব সত্যজিৎ সাদ রুপু, আশরাফ উদ্দিন চুন্নু, অভিনেতা জাহিদ হাসান, মাহ্ফুজ আনাম, শহীদুল আলম সাচ্চু, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, নূতন, শমী কায়সার, রোকেয়া প্রাচী, তারিন জাহান, তানভীন সুইটি, আজমেরী বাঁধন, শামীমা তুষ্টি, চলচ্চিত্র অভিনেতা সাইমন সাদিক, শাকিল খান, কণ্ঠশিল্পী এস ডি রুবেল প্রমুখকে নির্বাচনী প্রচার কাজে অংশ নিতে দেখা গেছে। আরও আছেন নৃত্যশিল্পী মডেল মৌ, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ও নির্মাতা গুলজার। মিডিয়া ব্যক্তিত্বদের কথায় নানা কারণে এবারের জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের নাগরিক হিসেবে নির্বাচনকে সাফল্যমণ্ডিত করে তোলা প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। এ ক্ষেত্রে মিডিয়া জগতের বাসিন্দাদেরও করণীয় আছে। তারা যেহেতু দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু তাই তারা যদি মাঠে নামে তাহলে ভোটারদের মধ্যে ভোট দানে উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া নিঃসন্দেহে জোরালো হবে। এবার এই কনসেপ্টটিই আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশি কাজ করছে। এবারের নির্বাচনে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে এবারই সবচেয়ে বেশি তারকা নির্বাচনে প্রার্থী হয়েছেন। প্রার্থীদের তালিকায় রয়েছেন- মাসুদ পারভেজ সোহেল রানা, আসাদুজ্জামান নূর, ফারুক, কনকচাঁপা, মমতাজ ও ক্রিকেটার মাশরাফি। সবমিলিয়ে এবারের নির্বাচন হয়ে উঠেছে তারকাবহুল। যা আগে কখনো দেখা যায়নি।  

সর্বশেষ খবর