মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বছর শেষে ব্যস্ত চলচ্চিত্র তারকারা

আলাউদ্দীন মাজিদ

বছর শেষে ব্যস্ত চলচ্চিত্র তারকারা

আরিফিন শুভ

২০১৮ সালের শেষ সূর্যাস্তের আর মাত্র সাত দিন বাকি। অন্যান্য অঙ্গনের মতো সারা বছর চলচ্চিত্র জগৎও কম-বেশি ব্যস্ততায় ভেসেছে। বছর শেষে এই ব্যস্ততা যেন আবার বেড়েছে। নির্বাচন নিয়ে তারকারা যখন কম-বেশি ব্যস্ত সময় পাড় করছেন তখনই আবার ছবির কাজ নিয়েও তারা সমান ব্যস্ত হয়ে পড়েছেন। চলচ্চিত্রকাররা বলছেন, এফডিসি বলতে দীর্ঘ কয়েক বছর ধরে প্রায় কর্মশূন্য থাকে। কালে-ভদ্রে এখানে ছবির শুটিং হয়। টিভি প্রোগাম, বিজ্ঞাপন নির্মাণসহ অন্যান্য কাজ দিয়ে টিকে আছে চলচ্চিত্র নির্মাণের এই সরকারি সংস্থা। গত মাস থেকে বলা যায় নির্বাচন নিয়েই তারকারা ব্যস্ত হয়ে পড়েছেন। অনেকে নির্বাচন করছেন আবার কেউবা প্রার্থী ও দলের পক্ষে কাজ করছেন। মানে এখন চলচ্চিত্র নির্মাণ আর প্রদর্শনের প্রশ্নই ওঠে না। অবস্থা যখন এমনই স্থবির তখনই চলচ্চিত্রে আশার আলো জ্বেলেছে কয়েকজন নির্মাতা আর শিল্পী। এফডিসিসহ আউটডোরের নানা লোকেশনে চলছে ছবির শুটিং। এ মাসের শুরু থেকেই এফডিসি আর পুবাইলে চলছে শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেন শাহ’ ছবির শুটিং। এতে অংশ নিচ্ছেন শীর্ষ নায়ক শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত, সুব্রতসহ অনেক শিল্পী। এফডিসির ২ নম্বর ফ্লোরে নির্মাণ হয়েছিল আন্ডারওয়ার্ল্ডের ডনের আস্তানা। সেখানে শাকিবের হাতে মারা পড়ে বেশ কিছু পুলিশ সদস্যসহ অনেকে। বৃহস্পতিবার থেকে জসীম ফ্লোরে চলছে ‘একটু প্রেম দরকার’ ছবির শুটিং। শনিবার পর্যন্ত চলে শাহীন সুমনের এ ছবির শুটিং। শুটিংয়ে অংশ নেন শাকিব খান ও বুবলী। একই দিন এফডিসির প্রশাসনিক ভবনের সামনে বিশাল এক রাস্তার সেট ফেলা হয় নঈম ইমিতিয়াজ নেয়ামুলের ‘জ্যাম’ ছবির। এখানে দোকানপাট থেকে শুরু করে মাজারও ছিল। আরও ছিল বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা। এফডিসিতে কেন ব্যস্ত সড়কের সেট নির্মাণ হলো? এমন প্রশ্নে নির্মাতা নেয়ামুল বলেন, ‘জনপ্রিয় নায়ক-নায়িকা নিয়ে ব্যস্ততম সড়কে শুটিং করা খুবই কষ্টসাধ্য। সাধারণ মানুষের ভিড়ের কারণে অনেক সময়ও নষ্ট হয়। তাই বাধ্য হয়ে এফডিসিতে শহরের ব্যস্ততম রাস্তা বানিয়েছি, রাস্তায় বিভিন্ন ধরনের গাড়ি এনে জ্যামের পরিবেশ তৈরি করেছি।’ এই ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন চম্পা, ফেরদৌস, পূর্ণিমা, আরিফিন শুভসহ অনেকে। চার নম্বর ফ্লোরে শুরু হয়েছে হাসান শিকদারের ‘অবতার’ ছবির শুটিং। এ ছবির একটি আইটেম গানের চিত্রায়ণ হয় এখানে। এই গানটিতে অংশ নেন নায়িকা মাহিয়া মাহী। জাজের ‘অগ্নি টু’ আর ডি এ তায়েবের ‘অন্ধকার জগৎ’ ছবির পর আবার ‘অবতার’ ছবিতে আইটেম গার্ল হিসেবে দেখা যাবে মাহীকে। এই ছবিতে ‘রঙিলা বেবী’ শিরোনামের আইটেম গানটি নিয়ে হাজির হচ্ছেন মাহী। রবিবার পর্যন্ত এই ফ্লোরে আইটেম গানটির শুটিংয়ে অংশ নেন এই নায়িকা। গতকাল সোমবারও এফডিসির প্রশাসনিক ভবনের সামনে চলে ‘জ্যাম’ ছবির শুটিং। আর সম্পাদনা হয় গাজী রাকায়েতের ‘গোর’ ছবির। এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়–য়া বলেন, আরও অনেক পার্টি এফডিসিতে ছবির নির্মাণ কাজের জন্য আবেদন করেছেন। নির্বাচনের পূর্বদিন মানে শনিবার পর্যন্ত চলবে এফডিসিতে ছবির নির্মাণ কাজ। রবিবার জাতীয় নির্বাচনের দিন সরকারি ছুটি থাকায় ওইদিন সংস্থাটি বন্ধ থাকবে বিধায় এখানে ছবির নির্মাণ কাজও বন্ধ থাকবে। সোমবার মানে বছরের  শেষদিন আবার কর্মমুখর হয়ে উঠবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিএফডিসি।

শাকিব ও বুবলী


নুসরাত, শাকিব, রোদেলা


মাহিয়া মাহী


 

সর্বশেষ খবর