মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সুরের জাদুকর আলাউদ্দিন আলী

শোবিজ প্রতিবেদক

সুরের জাদুকর আলাউদ্দিন আলী

আলাউদ্দিন আলী, বাংলাদেশের সংগীতাঙ্গনের এক অনবদ্য সুরের জাদুকরের নাম। তার হাতে সৃষ্টি হয়েছে এদেশে অসংখ্য জনপ্রিয় গান। গীতিকবিদের কবিতা আর আলাউদ্দিন আলীর মনকাড়া সুর শিল্পীদের কণ্ঠে হয়ে উঠেছে অনন্য। যে কারণে একজন সুরকার হিসেবে এখন পর্যন্ত বরেণ্য এই সংগীত পরিচালক পেয়েছেন সাত বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর একবার গীতিকবি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বরেণ্য এই সংগীত পরিচালকের জন্মদিন ছিল গতকাল। জন্মদিনের শুরুর প্রহরটা পরিবারের সঙ্গেই কাটান তিনি। আলাউদ্দিন আলী বলেন, ‘সত্যি বলতে কী মন এবং শরীর দুটোর কোনোটাই ভালো নেই। আমজাদ ভাই চলে যাওয়ার পর থেকে ভীষণ খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। কারণ আমরা একসঙ্গে অনেক          সিনেমায় কাজ করেছি। তিনি এভাবে হুট করে চলে যাবেন, কল্পনাও করতে পারিনি। যাই হোক আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি, আরও ভালো কিছু কাজ আমি আমার সংগীতাঙ্গনকে দিয়ে যেতে পারি।’ সম্প্রতি সিটি ব্যাংক থেকে বিশেষভাবে সম্মানিত হয়েছেন আলাউদ্দিন আলী। আলাউদ্দিন আলী যখন স্কুলে সপ্তম শ্রেণিতে পড়েন সে সময় তার লেখা ও সুর করা গানে প্রথম কণ্ঠ দেন খুরশীদ আলম। পরিণত বয়সে তার প্রথম সুর ও সংগীত করা গান লিন বিল্লাহর কণ্ঠে ‘ও আমার বাংলা মা তোর আকুল করা’ গানটি। মুক্তা চৌধুরী পরিচালিত ‘এক ঝাক বলাকা’ সিনেমায় পরে গানটি সাবিনা ইয়াসমিন গেয়েছিলেন। কিন্তু সিনেমাটি মুক্তি পায়নি। আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমায় কাজ করার জন্য প্রথম সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। মইনুল হোসেনের ‘প্রেমিক’ সিনেমায় ‘আমার মনের ভেতর অনেক জ্বালা আগুন হয়ে জ্বলে’ গানটির জন্য গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। তারই সুর ও সংগীতে গানটি গেয়েছিলেন সাবিনা ইয়াসমিন। ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত মীর মোহাম্মদ হালিম পরিচালিত ‘সন্ধিক্ষণ’ সিনেমার জন্য প্রথম তিনি সুরকার হিসেবে কাজ শুরু করেন। আলাউদ্দিন আলীর ভাষ্যমতে তিনি পাইকারি কাজ করেন না, ভালো পারিশ্রমিকের কাজ পেলে সময় নিয়ে নিজের মেধা খাটিয়ে ভালো কাজ করার চেষ্টা করেন তিনি। সিনেমার কাজের বাইরে এখন তা নিয়েই ব্যস্ত তিনি।

 

সর্বশেষ খবর