বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আজ সুচিত্রা সেনের প্রয়াণ দিবস

শোবিজ প্রতিবেদক

আজ সুচিত্রা সেনের প্রয়াণ দিবস

আজ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের ৫ম প্রয়াণ দিবস। এই মহানায়িকার প্রয়াণ দিবস স্মরণে তার শৈশব কৈশরের স্মৃতিবিজড়িত পাবনায় আয়োজন করা হচ্ছে নানা কর্মসূচি। ১৯৪৭ সালে সুচিত্রার বাবা করুণাময় দাশগুপ্ত পাবনা শহরের গোপালপুর মহল্লার হেম সাগর লেনের বাড়িটি সরকারি হেফাজতে দিয়ে সপরিবারে কলকাতায় চলে যান। ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনা জেলার সদরে রমা দাশগুপ্ত জন্ম নেন। যিনি পরবর্তীতে সুচিত্রা সেন নামে পরিচিত হন। তিনি কৃষ্ণা দাশগুপ্ত হিসেবেও বন্ধুদের কাছে পরিচিত ছিলেন। পাবনা শহরের দিলালপুরের হেমসাগর লেনের বাড়িটিতেই কেটেছে তার শৈশব ও কৈশোর। সুচিত্রা সেন পাবনা সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। ভারত-পাকিস্তান যুদ্ধের সময় সপরিবারে পশ্চিমবঙ্গে চলে যান তারা।

 

সর্বশেষ খবর