শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

নগর জুড়ে ছুটির আমেজ

নগর জুড়ে ছুটির আমেজ

আব্বাসউদ্দীন সংগীত একাডেমির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রদর্শনী

কনক চাঁপা চাকমার প্রদর্শনী ‘দ্য ট্রাভেলারস সং’

চিত্রশিল্পী কনক চাঁপা চাকমার চিত্রকর্ম নিয়ে কাল শনিবার গুলশানের ইজ গ্যালারিতে শুরু হচ্ছে ‘দ্য ট্রাভেলারস সং’ শিরোনামের একক প্রদর্শনী। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে এই প্রদর্শনী। ৩০ নভেম্বর শেষ হবে বাইশ দিনের এই প্রদর্শনী।

 

নাটক

বাতিঘরের ‘ঊর্নাজাল’

তারুণ্যদীপ্ত নাট্যদল বাতিঘর দীর্ঘদিন পর আবারও মঞ্চস্থ করতে যাচ্ছে নাটক ‘ঊর্নাজাল’। রচনা ও নির্দেশনায় বাকার বকুল। আগামী ১৬ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটি প্রদর্শিত হবে। কমাশ্রীভুবনের প্রযোজনায় ‘ঊর্নাজাল’ নাটকের ২৩তম প্রদর্শনী হবে।

 

অন্যান্য

চলছে ঢাকা লিট ফেস্ট

বাংলা একাডেমিতে চলছে ‘ঢাকা লিট ফেস্ট-২০১৯’। এটি উৎসবের নবম আসর। কাল শনিবার শেষ হবে তিন দিনের এই উৎসব।

 

ভাওয়াইয়া গানের পথিকৃতের জন্মবার্ষিকী উৎযাপিত

গত বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেডিস ক্লাবে উদযাপিত হলো আব্বাসউদ্দীন সংগীত একাডেমির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আব্বাসউদ্দীন আহমেদের ১১৮তম জন্মবার্ষিকী।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক গবেষক, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কণ্ঠশিল্পী মুস্তাফা জামান আব্বাসী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরেণ্য লোকশিল্পী ও ইন্দ্রমোহন রাজবংশী, বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ও সাংবাদিক সাদিয়া আফরিন মল্লিক ও বিশিষ্ট কণ্ঠশিল্পী লেখক, অধ্যাপক ড. নাশিদ কামাল।

 

স্বরলিপির দ্বিতীয় বর্ষপূর্তি

৮ থেকে ৯ নভেম্বর স্বরলিপি  প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে শিল্পকলা একাডেমি মিলনায়তনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর