মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নারীর সুরক্ষায় মম...

শোবিজ প্রতিবেদক

নারীর সুরক্ষায় মম...

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে মম তার অনবদ্য অভিনয় দিয়ে এদেশের নাটক, সিনেমাপ্রেমী দর্শককে মুগ্ধ করে আসছেন। বিভিন্ন সময় নানা সামাজিক কর্মকান্ডেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন মম। সেই ধারাবাহিকতায় এবার একেবারেই ভিন্ন প্রসঙ্গের একটি তথ্যচিত্রে অভিনয় করেছেন তিনি। বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে চলাফেরা করতে গিয়ে বিশেষত পাবলিক প্লেসে নারীকে হয়রানির শিকার হতে হয়। সেই হয়রানি থেকে নারী নিজেকে সুরক্ষা করতে মেধাবী নির্মাতা আবদুল কুদ্দুস ‘পাবলিক প্লেস’এ নারীর সুরক্ষা’ শীর্ষক একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন। এই তথ্যচিত্রে মম গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন পাবলিক প্লেসে গত ২৩ আগস্ট তথ্যচিত্রটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান আবদুল কুদ্দুস। তথ্যচিত্রটির গল্প রচনা করেছেন রিফাত। কেন মমকে নিয়ে এই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন এমন প্রশ্নের জবাবে আবদুল কুদ্দুস বলেন, ‘মম একজন গুণী অভিনেত্রী। আমি তাকে দীর্ঘদিন ধরেই চিনি জানি। তারমধ্যে সমাজের মানুষের জন্য কাজ করার আকুলতা আমি আগেই লক্ষ্য করেছি। নিজের অবস্থানে থেকে নারীদের জন্য বিশেষ কাজ করারও আগ্রহ তার প্রবল। এ কারণেই তাকে নিয়ে কাজটি করা। মম তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আমার বিশ্বাস পাবলিক প্লেসে নারীর সুরক্ষা তথ্যচিত্রটিতে মমর আহ্বানে নারীরা আরও অধিক সচেতন হয়ে উঠবেন।’ জাকিয়া বারী মম বলেন, ‘আমি একজন নারী। তাই নারী তার নিজেকে সুরক্ষার জন্য আরও অনেক বেশি সচতেন করে তুলতে এই তথ্যচিত্রে আমি অনেক বেশি আগ্রহ নিয়ে কাজ করেছি। কিছু কাজের প্রতি মনের গভীর থেকে অনেক ভালোবাসা নিয়ে কাজ করা হয়ে থাকে।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর