বাংলাদেশের এ প্রজন্মের কণ্ঠশিল্পী সুলতানা লিজা। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বলা যায় প্রায় প্রতিদিনই স্টেজ শোর জন্য ছিল তাঁর একের পর এক ছুটে চলা। তিনি এরই মধ্যে কক্সবাজার, নরসিংদী, কুষ্টিয়া, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ আরও বিভিন্ন এলাকায় গান পরিবেশন করবেন। স্টেজ শোর পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেলেও তিনি ছিলেন সরব। এ প্রসঙ্গে লিজা বলেন, ‘হে প্রিয় জন্মভূমি স্বাধীনতার পঞ্চাশতম বর্ষে অভিবাদন তোমাকে, ভালোবাসা প্রিয় বাংলাদেশ। আর অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বলা যায় পুরো মাসই ছিল আমার স্টেজশোতে ব্যস্ততা। যখন যেখানে ছুটে গিয়েছি কখনো আমার ছোটভাই আমার সঙ্গে ছিল, কখনো আমার আব্বু ছিলেন। তাঁদেরও অনেক কষ্ট করতে হয়েছে। কষ্ট করতে হয়েছে আমার সঙ্গে যাঁরা নিয়মিত যন্ত্রশিল্পী হিসেবে ছিলেন তাঁদেরও। তাঁদের প্রতি আন্তরিক অভিনন্দন, ভালোবাসা।