বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বলিউডে বাঙালি সাজ

পশ্চিমা পোশাকের ভিড়ে বলিউড অভিনেত্রীদের বৈশাখে বাঙালি সাজেও দেখা যায়। তাঁদের মতে, শাড়িতেই একজন নারীর পূর্ণ রূপ ফুটে ওঠে। বলিউডে বৈশাখে বাঙালি সাজ নিয়ে লিখেছেন- আলী আফতাব

বলিউডে বাঙালি সাজ

সুস্মিতা সেনের শাড়িপ্রীতির কথা সবার জানা। তিনি কোনো আয়োজনে বিশেষ করে বৈশাখী অনুষ্ঠানে অংশ নিতে গেলে তাঁর প্রথম পছন্দ থাকে শাড়ি। সিল্ক শাড়ি তাঁর খুব প্রিয়। প্রিয়াঙ্কা চোপড়া হলিউড জয় করলেও স্বাচ্ছন্দ্য বোধ করেন শাড়িতে। এখনো বিভিন্ন অনুষ্ঠানে নিজস্ব সংস্কৃতির পরিচয় দিতে শাড়ি পরাকেই আকর্ষণীয় বলে মনে করেন তিনি। বৈশাখী আয়োজন, পালা-পার্বণ আর ঘরোয়া অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাক শাড়িতে প্রায়ই দেখা যায় রানী মুখার্জিকে। কাজল, রিয়া সেন, রাইমা সেন ও পাওলি দাম- তাঁদের বৈশাখী শাড়িপ্রীতির কথা সবারই জানা। সবচেয়ে বেশি শাড়িপ্রীতি রয়েছে বিদ্যা বালানের। তাঁর আলমারিতে আছে কয়েক শ শাড়ি। বিদ্যার কথায়, যে কোনো আয়োজনে বিশেষ করে বৈশাখী অনুষ্ঠানে যাওয়ার সময় শাড়ি ছাড়া অন্যকিছু মাথায় আসে না। কঙ্গনা রানাউতও শাড়ি পরতে ভীষণ ভালোবাসেন। বৈশাখী উৎসবেও শাড়ি পরে বাঙালি সাজে সাজেন তিনি। বৈশাখে  বিপাশা বসু ধরা দেন বাঙালি নারীর ভূমিকায়। বৈশাখে শাড়ি পরতে ভালোবাসেন মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাই বচ্চনও। যে কোনো আয়োজনে শাড়িই থাকে তাঁদের প্রথম পছন্দ। ঐশ্বরিয়া রাই বলেন, বাঙালির আবেদনটা শাড়িতেই খুঁজে পাই। কৃতি শ্যাননকে শাড়িতেই বেশি মানায়। বৈশাখের মতো বাঙালি উৎসবে শাড়ি পরতে ভালোবাসেন শ্রুতি হাসানও। আলিয়ার পছন্দের পোশাক শাড়ি। তিনি শাড়ি পরেন বৈশাখে। জাহ্নবী ও খুশি দুজনই মা শ্রীদেবীর আলমারি থেকে নিজেদের পছন্দমতো শাড়ি নিয়ে পরেন। জাহ্নবী বলেন, ‘মায়ের মতো আমারও শাড়ির প্রতি প্রবল ভালোবাসা রয়েছে। বৈশাখী উৎসবেও শাড়ি পরি। নিজেকে বাঙালি সাজে সাজিয়ে নিই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর