বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ০০:০০ টা

প্রচার শুরু শুভ্রর ‘অনন্য প্রতিভা’

শোবিজ প্রতিবেদক

প্রচার শুরু শুভ্রর ‘অনন্য প্রতিভা’

বর্তমানে দেশের রিয়েলিটি শো নির্মাতাদের মধ্যে অন্যতম ওয়াহিদুল ইসলাম শুভ্র। অনুষ্ঠান বিভাগের ব্যবস্থাপক হিসেবে আছেন এনটিভিতে। তাঁর হাত ধরে এ পর্যন্ত নির্মিত হয়েছে বেশ কিছু জনপ্রিয় ও সফল রিয়েলিটি শো। সেই ধারাবাহিকতায় তিনি নির্মাণ করেছেন দেশের প্রথম মাল্টি ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা’। সব বিভাগীয় শহরে অডিশন নিয়ে বাছাই করা হয়েছে প্রতিযোগী। অনুষ্ঠান ধারণ শেষে এবার সম্প্রচারের পালা। প্রথম পর্ব প্রচার হবে ২১ মে এনটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটির প্রযোজক ওয়াহিদুল ইসলাম শুভ্র বলেন, ‘অডিশন রাউন্ড শেষে অনন্য প্রতিভাসম্পন্ন্ প্রতিযোগী বাছাই করে অনুষ্ঠান ধারণ করা হয়েছে। ২১ মে থেকে শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত ১৭টি পর্ব প্রচার হবে। ১৭ জুলাই গ্র্যান্ড ফিনালে আর পুরস্কার বিতরণী সরাসরি এনটিভিতে সম্প্রচার হবে ১৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত।’ অনুষ্ঠানটির মূল বিচারক ছিলেন মেহের আফরোজ শাওন, সালাউদ্দিন লাভলু এবং হৃদয় খান। অডিশন রাউন্ডের বিচারক ছিলেন আইরিন সুলতানা, শানারেই দেবী শানু ও পুলক অধিকারী। উপস্থাপনায় ছিলেন আলিশা ইসলাম, সায়েম সালেক ও ইভান সাইর এবং কোরিওগ্রাফি-স্টাইলে আসাদ খান। ‘জিপিএইচ ইস্পাত’ নিবেদিত এটির প্রিন্ট মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন। 

সর্বশেষ খবর