বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ০০:০০ টা

প্রতিবাদী জয়া

শোবিজ প্রতিবেদক

প্রতিবাদী জয়া

জয়া আহসান অভিনয় ও  সৌন্দর্যগুণে যেমন অদ্বিতীয় তেমনি মানবিক গুণাবলিতেও অনন্য। এ দেশে সাংবাদিক হেনস্তা আর ফিলিস্তিনে শতাধিক শিশুর মৃত্যু- এই দুই বিষয়ে এবার প্রতিবাদী হলেন দুই বাংলার শীর্ষ এই অভিনেত্রী। জানালেন নিজের ক্ষোভের কথা। গতকাল সকালে জয়া প্রকাশ করেছেন তাঁর ভিতরে চলতে থাকা অস্থিরতার কথা। বিশেষ করে ফিলিস্তিনের রক্তপাত, ধ্বংস হওয়া সভ্যতা আর শিশুদের কান্নায় চোখ ভিজে যাচ্ছে এই অভিনেত্রীর। তাঁর ভাষায়, ‘ফিলিস্তিনের ছবি দেখছি খবরের কাগজে, টেলিভিশনের পর্দায়। যারা বেঁচে আছে, তারা রক্তমাখা। গত এক সপ্তাহে ইসরায়েলের নির্মম হামলায় ২০০র বেশি ফিলিস্তিনি মারা গেছেন। এর চার ভাগের এক ভাগেরও বেশি নাকি শিশু। এ কোন নরক এই পৃথিবীতে? তাদের অসহায়ত্ব আর হাহাকার শুনে কণ্ঠ বুজে আসে। এই যুদ্ধ থামুক। শিশুরা খেলা করুক রোদেলা মাঠে, খেজুর গাছের নিচে। নিজের দেশে দেশছাড়া এই মানুষগুলো নিজেদের এক চিলতে ঘরে ফিরুক। এক জীবনে কি এটা খুব বড় প্রত্যাশা?’ শুধু ফিলিস্তিন ইস্যুতেই নয়, দেশের যে কোনো ইস্যুতেই সর্বদা সোচ্চার অভিনেত্রী জয়া আহসান।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর