শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

উৎসব রাঙাবে সিনেমা নাটক এবং ওয়েব সিরিজ

উৎসব রাঙাবে সিনেমা নাটক এবং ওয়েব সিরিজ

ঈদ উৎসবে নতুন সিনেমা মুক্তিতে খুলছে প্রেক্ষাগৃহ। বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানসূচিতে থাকছে সিনেমা-নাটক-টেলিফিল্ম আর ওয়েব সিরিজের ছড়াছড়ি। আর ওটিটি-ইউটিউবে অবমুক্ত হবে ব্যতিক্রমধর্মী ওয়েব সিরিজ ও টেলিফিকশন।  এসব আয়োজন নিয়ে লিখেছেন- পান্থ আফজাল

 

বিগত দুই বছর করোনা পরিস্থিতিতে দেশের সিনেমা হল মুখ থুবড়ে পড়েছিল। বেশ কিছু সিনেমা তৈরি থাকলেও সে সময় মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তবে এবার নতুন করে আশার সঞ্চার করতে প্রেক্ষাগৃহে তারকানির্ভর সিনেমা মুক্তি পাচ্ছে। অন্যদিকে এই ঈদে দেশীয় বেসরকারি চ্যানেলসহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফরমেও ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে নতুন কিছু সিনেমা। জানা গেছে, এবারের ঈদে মুক্তি প্রতীক্ষিত চারটি সিনেমার বাজেট প্রায় ১০ কোটির মতো। অন্যদিকে নাটক ইন্ডাস্ট্রিতে ২০ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে। এবার দেশব্যাপী মাত্র ১১২টি সিনেমা হলে দেখা যাবে সিয়াম-পূজার ‘শান’, শাকিব-পূজা জুটির ‘গলুই’, শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’ এবং আরেকটি তারকাবিহীন সিনেমা ‘বড্ড ভালোবাসি’। সুখবর হচ্ছে, এবার নতুন করে ১১২টি সিনেমা হলের পাশাপাশি সারা দেশে বন্ধ থাকা ৪০টি হল খুলবে। দীর্ঘদিন পর এই ঈদে চিত্রনায়ক শাকিব খানের দুটি ছবি মুক্তি পাচ্ছে। এর মধ্যে শাকিব খান নায়িকা পূজা চেরিকে সঙ্গী করে সরকারি অনুদানের সিনেমা এস এ হক অলিকের ‘গলুই’ এবং শবনম বুবলীর সঙ্গে জুটি হয়ে ‘বিদ্রোহী’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিয়াম-পূজার ‘শান’, শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’ সিনেমার বাজেট ৩ কোটি এবং অন্যদিকে শাকিব-পূজার ‘গলুই’-এর বাজেট ২ কোটি ২০ লাখ টাকা। তবে নতুন প্রযোজক-নায়িকা আনোয়ার সুলতানা নীপার ‘বড্ড ভালোবাসি’র নির্মাণ খরচ মাত্র ৮৬ লাখ। এবারের ঈদের ছবির তালিকায় থাকা চারটি ছবির গল্পের মধ্যে রয়েছে  বৈচিত্র্যতা। এদিকে এবার বেশির ভাগ চ্যানেল নাটকের পাশাপাশি সিনেমা প্রচারের দিকে নজর দিচ্ছে। বিটিভি ছাড়াও অন্তত ১২টি বেসরকারি টেলিভিশন ঈদের আগের দিন থেকে টানা সাত দিন বিভিন্ন আয়োজন রেখেছে। এর মধ্যে সাড়ে চার শতাধিক নাটক তৈরি হয়েছে ঈদকে সামনে রেখে। এর বাইরে ওটিটি ও ইউটিউবের জন্যও আলাদা করে নাটক তৈরি হচ্ছে। ঈদে চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায় প্রচার হবে- ‘লাল মোরগের ঝুঁটি’, ‘ন ডরাই’, ‘গন্ডি’, ‘ঢাকা ড্রিম’, ‘ছিটমহল’, ‘চন্দ্রাবতী কথা’, ‘বাপজানের বায়োস্কোপ’ সিনেমাগুলোর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারসহ নতুন ১৫টি নাটক, ১০টি টেলিফিল্ম। বাংলাভিশন তাদের অনুষ্ঠানমালায় রেখেছে নয়টি সিনেমার পাশাপাশি সাত পর্বের দুটি ধারাবাহিক নাটক, ৪৯টি একক নাটক, সাতটি টেলিফিল্মসহ বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান। শীর্ষ চিত্রতারকাদের অভিনীত সিনেমা নিয়ে থাকছে নাগরিক টিভি। ৩৫টি বাংলা সিনেমা প্রচার করবে নাগরিক। এ ছাড়াও চ্যানেলটিতে প্রচার হবে বেশ কিছু একক, ধারাবাহিক নাটক-টেলিফিল্ম। চ্যানেল নাইনে থাকছে ছয়টি সিনেমা। ঈদে বাংলা টিভি তাদের অনুষ্ঠানমালায় রেখেছে সুপারস্টার শাকিব খানসহ বাপ্পী, বনি-নুসরাত ফারিয়ার সাতটি সিনেমা। দুরন্ত টিভির সিজন ১৯-এ একাধিক শিশুতোষ অনুষ্ঠান, নাটক রয়েছে। আরটিভিতে প্রিমিয়ার হতে যাচ্ছে তাহসান ও তিশার ‘মানি মেশিন’, মোশাররফ করিম-তানজিন তিশার ‘অমানুষ’, রোশান-তমা মীর্জার  ‘আনন্দী’, তাসনুভা তিশা-আরশ খানের ‘হরিজন পল্লী’, লাবণ্য চৌধুরী-সাদমান চৌধুরীর ‘সীমানা পেরিয়ে’, আরশ খান-সামিরা খান মাহির ‘জিরো পয়েন্ট’, তৌসিফ-শ্যামল মাওলা-হীরার ‘যাযাবর’। অন্যদিকে এটিএন বাংলা, একুশে টিভি, এনটিভি, মাছরাঙা টিভিসহ অন্য চ্যানেলগুলোও জনপ্রিয় তারকাদের কয়েক শ নাটক-টেলিফিল্মের পাশাপাশি অনুষ্ঠান প্রচার করবে। ওটিটি প্ল্যাটফরম হইচই, চরকির পাশাপাশি ধ্রুবটিভি, সিএমভি, ঈগল মিউজিক, জি সিরিজ, সিডি চয়েজ, সাউন্ডটেক, সিনেমাওয়ালাসহ অন্যরা ঈদে ভিন্ন গল্পের কনটেন্ট অবমুক্ত করার প্রস্তুতিতে রয়েছে। এবার ঈদে অনলাইন প্ল্যাটফরম বঙ্গবিডি নিয়ে আসছে ‘বঙ্গ বব সিজন-২’। সাতজন লেখকের গল্প অবলম্বনে সাতটি নতুন ফিকশন নিয়ে হাজির হচ্ছে তারা। হইচইয়ে মুক্তি পাচ্ছে মোশাররফ-জুঁই অভিনীত ওয়েব সিরিজে ‘দৌড়’ ও তানিম রহমান অংশুর ‘ন ডরাই’। অন্যদিকে দেশীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম চরকিতে আসছে ‘ফ্লোর নম্বর ৭’, ‘অগ্নি’, ‘রোমিও জুলিয়েট’, ‘হিরো-৪২০’, ‘অঙ্গার’ ও ‘ভালোবাসা আজকাল’সহ সাতটি সিনেমা। ধ্রুবটিভিতে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর রমজান’সহ অপূর্ব-সাবিলাকে জুটি করে ডজনখানেক নাটক আসছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

সর্বশেষ খবর