কিংবদন্তি অভিনেত্রী সুচন্দা। চলচ্চিত্রে তাঁর উপস্থিতি নেই দীর্ঘদিন ধরেই। বাসায় নামাজ-রোজা, বই পড়া, টিভি দেখা আর সন্তান এবং নাতি-নাতনিদের নিয়ে কেটে যাচ্ছে দৈনন্দিন সময়। বর্তমানে গভীর উৎকণ্ঠায় কাটছে এই জনপ্রিয় অভিনেত্রীন দিনকাল। তাঁর কথায় চলচ্চিত্রের সব মুরব্বি একে একে না ফেরার দেশে চলে যাচ্ছেন। সর্বশেষ সম্প্রতি চলে গেলেন বরেণ্য গীতিকবি ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার। তাঁর কথায় একটা সময় সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটি চিরসত্য। কিন্তু সিনিয়রদের চলে যাওয়ার পর তাঁদের স্থান তো আর পূর্ণ হওয়ার নয়। আমারও তো বয়স হয়েছে, শরীরটাও সবসময় ভালো থাকে না, আমিও এক দিন চলে যাব। কিন্তু চলচ্চিত্র জগতের কী হবে? মুরব্বিশূন্য এই জগতে নতুনদের দিকনির্দেশনা কে দেবে? এ উৎকণ্ঠায় ভুগছি আমি।