দেশের অন্যতম সেরা সরোদ বাদক ও সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাত হোসেন খান। ২০২০ সালের ২৮ নভেম্বর অগণিত সংগীত অনুরাগীকে শোক ও বেদনার সাগরে ভাসিয়ে অকালে বিদায় নেন তিনি। এই বরেণ্য সংগীতজ্ঞের স্মরণে এক মনোজ্ঞ ক্লাসিক্যাল সন্ধ্যার আয়োজন করেছে ওস্তাদ শাহাদাত হোসেন খান সংগীত ফাউন্ডেশন। ওস্তাদ শাহাদাত হোসেন খানের সংগীত সাধনার পরম্পরা রক্ষায় ওস্তাদ শাহাদাত হোসেন খান সংগীত ফাউন্ডেশনের এই আয়োজন প্রথমবার নয়। এর আগেও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এবার ঢাকার ছায়ানটে ২৬ নভেম্বর শনিবার বিকাল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে এই সংগীত অনুষ্ঠানের। থাকছে ক্লাসিক্যাল সংগীত ও স্মৃতিচারণা পর্ব। অনুষ্ঠানে পরিবেশনায় অংশ নেবেন ওস্তাদ ইউসুফ আলী খান, সিরাজ আলী খান (সরোদ), আফসানা খান (সেতার), রুখসানা খান (সরোদ), সঞ্জীব মজুমদার, জাকির হোসেন (তবলা), সৌরভ গুহ, দিশারী চক্রবর্তী, কিংশুক মুখোপাধ্যায় প্রমুখ।