শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রাধারমণ লোকসংগীত উৎসব শুরু আজ

শোবিজ প্রতিবেদক

রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র আয়োজিত তিন দিনব্যাপী রাধারমণ লোকসংগীত উৎসব এবার হবে বাংলা একাডেমির নজরুল মঞ্চে। আজ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত উৎসবে পরিবেশিত হবে হাওরাঞ্চলের লোকগান। প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে অনুষ্ঠান শুরু হবে। উৎসব উদ্বোধন করবেন সুনামগঞ্জের প্রখ্যাত কীর্তনিয়া যশোদা রানী সূত্রধর। এবারের উৎসবের স্লোগান- ‘রাধারমণ কমপ্লেক্স নির্মাণ সময়ের দাবি’। রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক ড. বিশ্বজিৎ রায় বলেন, ‘গত ১১ বছর আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠেই উৎসবের আয়োজন করতাম। এবার আমাদের মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। বলা হয়েছে, এশিয়ান আর্ট ফেস্টিভ্যালের জন্য এক মাস আগে থেকেই মাঠে প্রস্তুতির কাজ চলবে। তাই আমরা দীর্ঘ ১১ বছরে গড়ে ওঠা ঐতিহ্যের স্থানটি পরিবর্তন করতে বাধ্য হই। এবারের উৎসবটি আমরা আয়োজন করছি বাংলা একাডেমির নজরুল মঞ্চে।’

সর্বশেষ খবর