‘১৯৭৫ সাল থেকে অভিনয় করছি। এখন ২০২২। টেলিভিশনে সৌভাগ্য, স্বর্ণযুগটা পেয়েছি। পরবর্তী সময়ে খুব বেশি কাজ করা হয়নি। কারণ, যখন নতুন কিছু করা যায় না তখন কিছু না করাই শ্রেয়। সে জন্যই আমার অনুপস্থিতি ছিল। তবে কয়েক বছর ধরে তরুণ প্রজন্মের নির্মাতারা দারুণ সব কাজ করছে। সেই ভাবনার সঙ্গে সম্পৃক্ত হওয়া অভিনেতা হিসেবে অনেক আনন্দের। সে সুযোগগুলো মিলছে বলেই এখন নিয়মিত অভিনয় করছি। কারণ, অনেক চরিত্র আসছে, যেগুলো না করার কারণ খুঁজে পাইনি। বরং চরিত্রগুলোই আমাকে টেনে এনেছে। তার মানে এই নয় যে, নিয়মিত থাকতে পারব। যদি এমন চরিত্রগুলো আসতে থাকে তাহলে করব, নয় তো ফের নেপথ্যে চলে যাব। চরিত্রনির্ভর কনটেন্ট তৈরির যে চর্চাটা শুরু হয়েছে তা যেন অব্যাহত থাকে। নয় তো এভাবেই অভিমান জন্মাবে জনে জনে, নেপথ্যে রয়ে যাবে অভিমানী ঢাকাই অমিতাভরা।’