বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

হতবাক জয়া

শোবিজ প্রতিবেদক

হতবাক জয়া

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘মায়ার জঞ্জাল’ সিনেমা। ঢাকার অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী অভিনীত এই সিনেমা ২৪ ফেব্রুয়ারি দুই দেশে মুক্তি পেয়েছে। মুক্তির পর বেশ ভালো সাড়া ফেলেছে এটি। এ সিনেমার মাধ্যমে ১৯ বছর পর বড় পর্দায় ফিরেছেন অপি করিম। কিন্তু ‘মায়ার জঞ্জাল’ সিনেমা নিয়ে দেশের অনুরাগীরা নীরব থাকায় সমালোচনা করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাঁর মতে, এমন নীরবতা আমাকে হতবাক করেছে। সোমবার সকালে জয়া আহসান তাঁর ফেসবুকে লিখেন, ‘মায়ার জঞ্জাল’ সিনেমা মুক্তি পেয়েছে। বাংলাদেশের সিনেমা হলে চলছে এটি। আমাদের দেশে যাঁরা ভালো সিনেমার জন্য তৃষ্ণার্ত, এমন একটি অপূর্ব সিনেমা নিয়ে তাঁদের নীরবতায় আমি খুবই আশ্চর্য হয়েছি, যৌথ প্রযোজনার এই সিনেমা তো আমাদেরও, নাকি? অপি করিম আর সোহেল মন্ডল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির মূলে আছেন বাংলা ভাষার জাদুকর লেখক মানিক বন্দ্যোপাধ্যায়।

জয়া বলেন, ‘আমার নিজ দেশে ভালো কাজের ক্ষেত্রে উৎসাহের দৈন্যতা দেখে খুবই কষ্ট হয়।  এ কারণেই আমরা হয়তো অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। আমাদের এই মানসিকতা পরিহার করা উচিত।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর