বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রেকর্ড গড়েছে ‘এভরিথিং এভরিহোয়ার’

শোবিজ ডেস্ক

স্ক্রিন অ্যাক্টরস গিল্ডে একটি সিনেমার চারটি বিভাগে পুরস্কার জয়ের ঘটনা এবারই প্রথম। হলিউডে অস্কার আসরের আগে আয়োজিত স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডের দিকে নজর থাকে সবার। এবার সেই আসর মাত করল ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’। এসএজি অ্যাওয়ার্ডে একাধিক সেরার পুরস্কার জিতে নিয়ে আগামী মাসে একাডেমি অ্যাওয়ার্ডে জোর প্রতিদ্বন্দ্বিতায় থাকার জানান দিল সিনেমাটি। বিবিসি জানায়, রবিবার এসএজির আসরে মাল্টিভার্স অ্যাডভেঞ্চারের এই সিনেমা সেরা কাস্টিংয়ের পুরস্কার জয় করে এবং এতে অভিনয় করা একাধিক তারকা ব্যক্তিগত পুরস্কারের ঝুলি ভারী করেন। ‘এভরিথিং এভরিহোয়ার’র মিশেল ইয়ো সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন। যেখানে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন কেইট ব্ল্যানচেট, ‘টার’ সিনেমার জন্য যিনি গত সপ্তাহে বাফটাসের আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছিলেন। ইয়োর সহ-অভিনেতা কে হুয়ি কুয়ান প্রথম এশীয় অভিনয়শিল্পী হিসেবে সেরা পার্শ্বঅভিনেতার এসএজি পুরস্কার জয় করেন। তাঁর সহ-অভিনেত্রী জেমি লি কার্টিস সেরা সহ পার্শ্বঅভিনেত্রী নির্বাচিত হন।

সর্বশেষ খবর