রবিবার, ২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ঈদের ছুটিতেও ব্যস্ত লিজা

 শোবিজ প্রতিবেদক

ঈদের ছুটিতেও ব্যস্ত লিজা

‘এখন আর ঈদ শুধু আনন্দের মধ্যে সীমাবদ্ধ নেই। অনেকটা দায়িত্ববোধ ও দায়িত্ব পালনের হয়ে গেছে। এখন প্রতিটি ঈদে অনেক দায়িত্ব পালন করতে হয়। ছোট-বড় অনেককেই বিভিন্ন উপহারসামগ্রী উপহার দিতে হয়। এ ছাড়াও রয়েছে আরও অনেক দায়িত্ব। ঈদের আনন্দ উদযাপন প্রসঙ্গে জানতে চাইলে সংগীতশিল্পী লিজা এমনটাই বলেন। লিজা আরও বলেন, ঈদে আমার ছুটি নেই। ঈদের ছুটিতেও কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। ঢাকায়ই ঈদ উদযাপন করেছি। গ্রামের বাড়ি ময়মনসিংহে যাওয়া হয়নি। কারণ ঈদের বিশেষ অনুষ্ঠানমালার কয়েকটি আয়োজনে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে গান করতে হচ্ছে। ঈদের দিন থেকেই এই ব্যস্ততা শুরু হয়েছে। ঈদের অনুষ্ঠানগুলো শেষ হওয়ার পর আমার ছুটি হবে। এরপরই আমি ঈদের ছুটি পাব। বলতে পারেন সবার ঈদ শেষ হলে আমার ঈদ শুরু হয়।

 

সর্বশেষ খবর