রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

২৭ বছরে পদার্পণ করল এটিএন বাংলা

শোবিজ প্রতিবেদক

২৭ বছরে পদার্পণ করল এটিএন বাংলা

পথচলার ২৬ বছর পূর্ণ করে ২৭ বছরে পদার্পণ করল দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ স্লোগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি। ওইদিন বিশ্বব্যপী প্রথম বাংলা ভাষার সম্প্রচার ঘটে জনপ্রিয় এই বাংলাদেশি চ্যানেলটির মাধ্যমে। শুধু সংবাদ নয়, অনুষ্ঠান প্রচারেও এটিএন বাংলা নিজেকে এগিয়ে রেখেছে। ২০০৪ সালের ২২ নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোট পর্দার অস্কারখ্যাত এমি অ্যাওয়ার্ড অর্জন করে। এ ছাড়াও অসংখ্য সম্মাননা রয়েছে চ্যানেলটির প্রাপ্তির তালিকায়। বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এটিএন বাংলা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন এবং বর্ষপূর্তির অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মন্ত্রী, এমপি, রাজীনিতিবিদ, শিক্ষাবিদ, শিল্পী, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এটিএন বাংলাকে ফুলেল শুভেচ্ছা জানান। এটিএন বাংলার পরিচালকবৃন্দ বিশিষ্ট অতিথিদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মানসম্পন্ন অনুষ্ঠান সম্প্রচার করে নিজের স্থান অক্ষুণ্ন রেখেছে এটিএন বাংলা। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে ২৭ বছরে পদার্পণ উপলক্ষে এটিএন বাংলার পরিচালকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ খবর