শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা
কথোপকথন

স্টেজ শো নিয়ে ব্যস্ততাই বেশি

পান্থ আফজাল

স্টেজ শো নিয়ে ব্যস্ততাই বেশি

তারকা সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। ১৫ বছর ধরে গানের সুরে সুরে মুগ্ধ করে রেখেছেন শ্রোতাদের। নিয়মিত মৌলিক গান উপহার দিচ্ছেন। বর্তমানে স্টেজ শো নিয়েই বেশি ব্যস্ত তিনি।

 

ব্যাক টু ব্যাক অনেকগুলো শো করেছেন। কেমন হলো সব?

হুমম...অনেকগুলো শো করেছি, সামনেও রয়েছে কিছু। সবগুলো তো ভালোই হয়েছে।

 

এই যে নিয়মিত স্টেজ শোতে পারফর্ম করছেন কেমন লাগছে?

স্টেজ শোতে পারফর্ম করার মজাই অন্যরকম, আলাদা। স্টেজ শোতে শিল্পী নিজের মাঝে প্রাণ ফিরে পান। দর্শকের সঙ্গে সরাসরি গানে গানে গল্প করা হয়। নিজের মনের মতো গান পরিবেশনার পাশাপাশি দর্শকের অনুভূতিও জানা যায়। তাই আমার স্টেজ শোতে পারফর্ম করা খুবই পছন্দের ও আনন্দের।

 

 

দীর্ঘদিন উপস্থাপনায় নেই ফিরবেন কবে?

আমি গানের মানুষ। পুরোটা সময় গানের সঙ্গেই থাকতে চাই। অন্য কিছু করতে গিয়ে যদি গানের জন্য সময় বের করতে না পারি! আপাতত গান নিয়েই আছি।

 

স্টেজ শোতে কি নিজের গানগুলোই গাওয়া হয়?

হুমম। আমি সবসময়ই নিজের মৌলিক গানকেই গুরুত্ব দিয়ে থাকি। আর আমার নিজস্ব সেটআপ আছে। তাদের সঙ্গে নিয়েই গান পরিবেশন করার চেষ্টা করি।

 

টিভি অনুষ্ঠান বা স্টেজ শোতে গান নির্বাচন কীভাবে করেন?

গানের নির্বাচন মূলত অনুষ্ঠান বুঝে করা হয়ে থাকে। সেভাবে একেক শোতে একেক ধরনের গান পরিবেশন করি। আর আমি তো সব ধরনের গানই গাইতে পারি।

 

দেশে নাকি দেশের বাইরে গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করেন বেশি?

দেশের আনাচে-কানাচে যে কোনো ধরনের আয়োজনে গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে দেশের বাইরের বিষয়টি আলাদা। সেখানে তো আয়োজকদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়ে থাকে। তাই তাদের মতো করে গাইতে হয়।

 

নিজের ইউটিউব চ্যানেল থেকে কোন গান প্রকাশ হবে?

নতুন কিছু গান করেছি। খুব শিগগিরই আমার চ্যানেল থেকে কিছু গান প্রকাশ পাবে।

সর্বশেষ খবর