শিরোনাম
শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

দিলীপ কুমার জাদুঘর হচ্ছে

শোবিজ ডেস্ক

দিলীপ কুমার জাদুঘর হচ্ছে

২০২১ সালে মারা যান বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। জীবদ্দশায় মুম্বাইয়ের পালি হিলসের বাংলোতে বসবাস করেছেন এই সুপারস্টার। দিলীপ কুমারের স্মৃতিবিজড়িত এ বাংলো ভেঙে নির্মিত হতে যাচ্ছে বিলাসবহুল আবাসিক প্রকল্প। বাংলোটি ভেঙে বিলাসবহুল আবাসিক প্রকল্প নির্মাণের জন্য দিলীপ কুমারের পরিবার সম্মতি দিয়েছে। নতুন ভবনের নিচ তলায় এ অভিনেতার জীবন এবং তাঁর অর্জন নিয়ে একটি জাদুঘর স্থাপন করা হবে। হাফ-একর জমিতে অবস্থিত দিলীপ কুমারের বর্তমান বাংলো। ১ লাখ ৭৫ হাজার স্কয়ার ফুটের মধ্যে নতুন ভবনটি নির্মিত হবে। এতে মোট ১১টি ফ্লোর থাকবে। আশার গ্রুপের সঙ্গে চুক্তি সই করেছে দিলীপ কুমারের পরিবার।

 ২০২৭ সালে এ প্রকল্পের কাজ শেষ হবে।

১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় এই অভিনেতার। দীর্ঘ ছয় দশকের বলিউড জীবনে ৬০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন দিলীপ কুমার। ১৯৯৮ সালে ‘কিলা’ সিনেমায় তাঁকে শেষবার রুপালি পর্দায় দেখা গেছে। দিলীপ কুমার ভারতের প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী অভিনেতা। ১৯৯১ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। ১৯৯৪ সালে সম্মানসূচক দাদা সাহেব ফালকে পুরস্কার পান তিনি।

সর্বশেষ খবর