শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

তোপের মুখে ইধিকা পাল

শোবিজ ডেস্ক

তোপের মুখে ইধিকা পাল

প্রিয়তমা ছবিতে ইধিকা পালের অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করছেন দর্শকরা। কয়েকদিন আগে বাংলাদেশ সম্পর্কে বলতে গিয়ে ইধিকা পাল বলেন, ‘বাংলাদেশের একটা বিষয় আমার ভালো লেগেছে, তা হলো ‘ইনশাআল্লাহ’। ভালো কিছু হলে সবাই বলে, ইনশাআল্লাহ। এটা আমি রেখে দিয়েছি। মাঝে মধ্যে আমার ভালো কিছু হলে বলি। আরেকটি হচ্ছে, ‘বিসমিল্লাহ’। এ দুটো শব্দ আমি আমার শব্দ ভান্ডারে রেখে দিয়েছি।’ এ পর্যন্ত সব কিছুই ঠিকই ছিল। কিন্তু সময়ের সঙ্গে ছড়িয়ে পড়ে ইধিকা পালের এই সাক্ষাৎকারের ভিডিও। বিশেষ করে এ বক্তব্যটুকুর ভিডিও ক্লিপ এখন অন্তর্জালে ভাইরাল। আর এতে আপত্তি জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের অনেকে। রীতিমতো তোপের মুখে পড়েছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে বিভিন্ন মন্তব্য। প্রতিমা সরকার নামে একজন লিখেছেন, ‘এতদিন বাংলায় থেকে আমাদের হিন্দু ধর্ম থেকে কী শিখলে শুনি? কিছু বলার নেই।’ আরেকজন লিখেছেন, ‘নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান নেই, অন্যের ধর্মের কি ভালো লেগেছে সেটা দেখতে গেছে। অকাট মূর্খ।’ অলক সরকার লিখেছেন, ‘এরা মূর্খ। নিজ ধর্মকে চিনে না, অন্য ধর্মে নিয়ে লাফালাফি।’ চারুলতা ভট্টাচার্য লিখেছেন, ‘আমিও জানতে চাই, ভালো কিছু হলে কি কখনো ‘হরে কৃষ্ণ’ বলেছ?’ নেটিজেনদের অনেকে ইধিকা পালকে আক্রমণ করে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ ইধিকার পক্ষে মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে জোর চর্চা চললেও এখনো কোনো মন্তব্য করেননি ইধিকা পাল। কলকাতার মডেল ও টিভি অভিনেত্রী ইধিকা পাল। নৃত্যশিল্পী হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘কপালকুন্ডলা’। স্টার জলসায় প্রচারিত এ ধারাবাহিকে ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। পরবর্তীতে ‘রিমলি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তা ছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন ইধিকা। তবে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে গেছেন এই অভিনেত্রী।

সর্বশেষ খবর