বুধবার, ৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জয়ার নতুন লুক

শোবিজ প্রতিবেদক

জয়ার নতুন লুক

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয় আহসান। সেখানে প্রায়ই ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে নিজের মতামত জানিয়ে থাকেন তিনি। এ ছাড়া কখনো নতুন নতুন পোশাকে বিভিন্ন স্টাইলে ফটোশুটের ছবিও পোস্ট করেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্টের জন্য কখনো কখনো সমালোচনাও হয় তাকে নিয়ে।  সম্প্রতি ফেসবুক ভেরিফায়েড পেজে নিজের এক গুচ্ছ ছবি পোস্ট করেছেন এ নায়িকা। ছবিগুলোয় সোনালি রঙের ড্রেসে দেখা গেছে তাকে। কখনো সোফায় বসা, আবার কখনো জানালার পাশে দাঁড়িয়ে বাইরে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন এই লাস্যময়ী সুন্দরী। অভিনেত্রী ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘এখন আমি জানি, কেন তোমার প্রতি আকৃষ্ট হয়েছিলাম। কারণ আমাদের দুজনের মধ্যে একই অন্ধকার ছিল।

সর্বশেষ খবর