শিরোনাম
রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জয়া প্রদার ছয় মাসের জেল

শোবিজ ডেস্ক

জয়া প্রদার ছয় মাসের জেল

ভারতের প্রখ্যাত অভিনেত্রী ও রাজনীতিক জয়া প্রদাকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। শুক্রবার চেন্নাইয়ের একটি আদালত এ সাজা ঘোষণা করে। এর পাশাপাশি তাঁকে ৫ হাজার রুপি জরিমানাও করা হয়েছে। থিয়েটারের কর্মীদের জন্য ইএসআই-এর অর্থ পরিশোধ করেননি অভিনেত্রী, এমনই অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সংশ্লিষ্ট মামলায় অভিনেত্রীর ব্যবসায়িক অংশীদার রাম কুমার ও রাজা বাবুকে দোষীও সাব্যস্ত করা হয়েছে। চেন্নাইয়ে একটি থিয়েটারের মালিক অভিনেত্রী জয়া প্রদা। যেটা পরে বন্ধ হয়ে যায়। ওই থিয়েটারের কর্মীরা জানান, তাদের বেতন থেকে অর্থ কেটে নেওয়া হলেও, ইএসআই-এর অর্থ পরিশোধ করেননি জয়া। এর পরিপ্রেক্ষিতে জয়া প্রদা এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে চেন্নাইয়ের এগমোড। ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। অভিনেত্রী অভিযোগ স্বীকার করে নিয়েছেন বলে তাঁরা জানান। অভিনেত্রী আশ্বাস দেন, বকেয়া সব মিটিয়ে দেবেন। তিনি মামলা খারিজ করার আবেদন জানান। যদিও সেই আবেদন মানেননি আদালত। পরিবর্তে তাঁকে জেল ও জরিমানার নির্দেশ দিয়েছেন। হিন্দি সিনেমার অন্যতম খ্যাতিমান অভিনেত্রী জয়া প্রদা। তেলুগু ও বলিউডের সিনেমায় আকাশছোঁয়া সফলতা পান তিনি। বাংলাদেশের ‘আমি সেই মেয়ে’ ছবিতেও অভিনয় করেন জয়া। 

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর