শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

আবদুল আলীমের সেরা ৬ গানে নূরজাহান আলীম

শোবিজ প্রতিবেদক

আবদুল আলীমের সেরা ৬ গানে নূরজাহান আলীম

ভাটির দেশের মরমি কণ্ঠশিল্পী আবদুল আলীম। তাঁর সুযোগ্য কন্যা নূরজাহান আলীম বাবার দেখানো পথ ধরেই হাঁটছেন। বাবার উৎসাহ-অনুপ্রেরণায় নিজেকে জড়িয়েছিলেন গানে। বাবার গাওয়া গান ছাড়াও অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। সম্প্রতি তিনি ‘আই মিডিয়া’ নামের ইউটিউব চ্যানেলের জন্য বাবার গাওয়া সেরা ছয়টি গান নিজের কণ্ঠে গেয়েছেন। আবদুল আলীমের সেরা ছয়টি গান হলো- নাইয়ারে নায়ের বাদাম তুইলা, হলুদিয়া পাখি, প্রেমের মরা জলে ডুবে না, এই সংসারে কেউ নয় আপন জনা, ঐ নাম ভুল করিলে এবং পরের জায়গা পরের জমি। ‘আই মিডিয়া’ ইউটিউব চ্যানেলে গান গাওয়া, নিজের ব্যস্ততা ও বাবাকে নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে নূরজাহান আলীম বলেন, ‘আমি এমন একটি পরিবারে জন্মেছি যেটি আমার কাছে খুবই গর্বের। এবং শুধু আমার নয়, পুরো বাংলাদেশের। তিনি আর কেউ নন, আমার বাবা পল্লীসম্রাট আবদুল আলীম। যাঁর গান বাংলাদেশ ও উপমহাদেশেও জনপ্রিয়। আমার বাবার অসংখ্য গান আছে। প্রায় পাঁচশর মতো। তিনি ভাটিয়ালি গানের জন্যই বেশি বিখ্যাত। বাবার গাওয়া দেড় শতাধিক গান রয়েছে পাকিস্তানের করাচিতে। সেগুলো আনার উদ্যোগ চলছে। বাবাকে নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। গান গাওয়ার আগে থেকেই পরিকল্পনা। যেগুলো আরও আগে করা দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্য করা হয়নি। মেয়ে হিসেবে আমি সেই দায়িত্ব পালন করছি। বাবাকে নিয়ে ডকুমেন্টারি ফিল্ম তৈরির কাজ চলছে। নাম ‘রঙিলা নায়ের মাঝি’। এই ডকুমেন্টারি ফিল্মের প্রযোজক আমি আর ডিরেক্টর হিসেবে রয়েছেন মীর শামসুল আলম বাবু। আর ‘আবদুল আলীম খিলগাঁও ফ্লাইওভার’ নামকরণের জন্য আবেদন করা হয়েছে। তবে কবে এটি অ্যাপ্রুভ হবে তা এখনো জানি না। মেয়র মহোদয় বিষয়টিকে গুরুত্ব দিলে আশা করি হবে। বাবাকে নিয়ে বই প্রকাশ করব। বাবাকে ঘিরে কাজগুলো সফলভাবে সম্পন্ন হলেই আমার শান্তি। আসলে খুব খারাপ লাগে যখন দেখি দেশের এই সম্পদের স্মৃতিকে ধরে রাখার রাষ্ট্রীয় কোনো উদ্যোগ নেই। নেই তাঁকে নিয়ে কোনো ভাস্কর্য বা অডিটোরিয়াম। তাঁর গান অনেকে বিকৃত করে গাইছে।’

সর্বশেষ খবর