সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
নেত্র জুড়ানো নেত্রকোনায়

প্রাণ জুড়ানো ইত্যাদি

শোবিজ প্রতিবেদক

প্রাণ জুড়ানো ইত্যাদি

কবিগুরুর ঘনিষ্ঠ সহচর শৈলজারঞ্জন মজুমদারের কাছে নেত্রকোনার রূপের বর্ণনা শুনে কবিগুরু যেমন অভিভূত হয়েছিলেন, ২৯ সেপ্টেম্বর প্রচারিত ইত্যাদিতে হানিফ সংকেতের দৃষ্টিতে নেত্রকোনার প্রাকৃতিক সৌন্দর্য দেখে দর্শকরাও তেমনি অভিভূত হয়েছেন। ‘নেত্র জুড়েই নেত্রকোনা-রূপৈশ্বর্য যায় না গোনা’-হানিফ সংকেত এ কথাটি যথার্থই বলেছেন, ইত্যাদি না দেখলে নেত্রকোনা জেলার এই রূপৈশ্বর্য সম্পর্কে জানা যেত না। নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটির পাহাড়ের সামনে আর একটি সাদা মাটির মঞ্চ বানিয়ে ধারণ করা হয়েছে পুরো অনুষ্ঠান। সমাজের ক্ষত নিরাময়ের এক কাব্যিক অস্ত্র ইত্যাদি। এই রুচিহীনতার যুগেও দেশের এই একটি মাত্র অনুষ্ঠান দর্শকরা সপরিবারে দেখেন। বাঙালি, হাজং, গারো-শিল্পীদের সমন্বয়ে প্রায় ৩০০ থেকে ৪০০ নৃত্যশিল্পী দিয়ে দৃষ্টনন্দন নৃত্যগীতির আয়োজন ছিল অত্যন্ত বর্ণাঢ্য। নেত্রকোনার হাওরে হাওরে নৌকা নিয়ে ঘুরে ঘুরে হানিফ সংকেত দেখিয়েছেন মোহনগঞ্জ, মদন, ডিঙ্গাপোতা, খালিয়াজুরীর হেমনগর হাওর। এসব এলাকার হাওরের রূপ- বৈচিত্র্য দর্শকদের মুগ্ধ করেছে। রোয়াইল বাড়ি দুর্গ, সাত শহীদের মাজার সম্পর্কেও বিস্তারিত তুলে ধরা হয়েছে। যা অনেকের কাছেই ছিল অজানা। অনুষ্ঠানস্থল দুর্গাপুরের সাদা মাটির পাহাড় ও স্বচ্ছ পানির সোমেশ্বরী নদীর ওপর রিপোর্টিং দুটি ছিল অত্যন্ত তথ্যসমৃদ্ধ। এই অনুষ্ঠান প্রচারের পর নেত্রকোনার এসব দুর্গম অঞ্চলও পর্যটকদের জন্য আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে। নেত্রকোনার শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের বেশ কয়েকজন কীর্তিমান ব্যক্তিত্বকে তুলে ধরা হয়েছে এবারের পর্বে। শৈলজারঞ্জন মজুমদারের সাংস্কৃতিক কেন্দ্র, উকিল মুন্সির স্মৃতিস্তম্ভসহ কবি নির্মলেন্দু গুুণ ও প্রখ্যাত কথাসাহিত্যিক-নাট্যকার হুমায়ূন আহমদের পৈতৃক ভিটা সম্পর্কেও ধারণা পাওয়া গেল। ভালো লেগেছে অধ্যাপক ও শিক্ষাবিদ যতীন সরকারের সাক্ষাৎকারটি। সত্যিকারের শিক্ষক ও ব্যবসায়ী শিক্ষকের পার্থক্য চমৎকারভাবে উঠে এসেছে। আজকাল কিছু কিছু শিক্ষক নামধারী তরুণ কনটেন্ট বানিয়ে অনলাইনে শিক্ষা ব্যবসা শুরু করেছে, যা শিক্ষকের মর্যাদা হানি করছে। আর একশ্রেণির শিক্ষককে যতীন সরকার তুলনা করেছেন কেরানির সঙ্গে। রেলযাত্রীদের নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে একদল তরুণের মানবিক কর্মকান্ডের ওপর করা প্রতিবেদনটি ছিল ব্যতিক্রমধর্মী। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত জোসেন ডাইন্যাস্টির বিখ্যাত প্রাসাদ গিয়ংবকগাংয়ের প্রতিবেদনটিতে ঐতিহ্য লালনে কোরিয়ানদের প্রচেষ্টার বিষয়টি আমাদের ঐতিহ্যকে লালন করতে অনুপ্রাণিত করবে। দর্শকপর্বে নেত্রকোনার সন্তান মুক্তিযুদ্ধের শব্দসৈনিক মলয় কুমার গাঙ্গুলীর গাওয়া জনপ্রিয় গানগুলো দর্শকরা উপভোগ করেছেন। ভালো লেগেছে দুই পালাকার কুদ্দুস বয়াতি ও ইসলাম উদ্দিনের ব্যতিক্রমী গান। ছিল মৌলভীবাজারের অমলেন্দু কুমার দাশের ওপর একটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। যাকে বলা হয়েছে মুক্তির বন্ধু। অমলেন্দু কুমার দাশ অন্যের কষ্ট লাঘবের জন্য  নিজে কষ্ট করে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন কারাগারে সাজার মেয়াদ শেষ হওয়া ৩০০ বন্দিকে গত তিন বছরে উভয় দেশের কারাগার থেকে মুক্ত করেছেন। তাঁর এই মানবিক গল্প শুনে অনেকেরই চোখ ভিজে গেছে। এবারের ইত্যাদিতে ছিল বেশ কিছু তির্যক নাট্যাংশ। টেলিভিশন নাটক, সিনেমা, গান সব বিষয়েই ছিল শিক্ষণীয় বক্তব্য।

 

সর্বশেষ খবর