সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

কবি নজরুলের গান বিকৃতি, মামলা করবেন কবি নাতনি

দীপক দেবনাথ, কলকাতা

শোবিজ প্রতিবেদক

কবি নজরুলের গান বিকৃতি, মামলা করবেন কবি নাতনি

বলিউড সিনেমা ‘পিপ্পা’তে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘কারার ওই লৌহকপাট...’ গানটিকে রিমেক করে বিপাকে সুরকার, সংগীতশিল্পী এ আর রহমান। তাঁর বিরুদ্ধে এই গানটিকে বিকৃত করার অভিযোগ উঠেছে। ১৯৭১ সালের যুদ্ধ বা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই ছবিতে ব্যবহৃত হয়েছে বিদ্রোহী কবির লেখা এই গানটি। বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে বিদ্রোহী এই গানের সঙ্গে। সেই গানেই নতুনভাবে সুর সংযোজন করতে গিয়ে গানের সুর পুরোপুরি বদলে দিয়েছেন এ আর রহমান- এমনটাই অভিযোগ। প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। এ আর রহমানের ‘কারার ওই লৌহকপাট’ গানের রিমেক শুনে বেজায় ক্ষুব্ধ কাজী নজরুল ইসলামের পৌত্র কাজী অরিন্দম। এটিকে অন্যায় বলে অভিহিত করে বলেন, ‘মা প্রয়াত কল্যাণী চৌধুরী এই গানটিকে ছবিতে ব্যবহারের অনুমতি দিলেও, সুরের কোনো পরিবর্তন চাননি। যেভাবে সুর ও ছন্দে পরিবর্তন ঘটিয়ে এই গানটিকে পরিবেশিত করা হয়েছে তা মর্মান্তিক। মা যখন জীবিত ছিলেন, তিনিই চুক্তির সব বৈধতা দেখাশোনা করতেন। মা এখন বেঁচে নেই, তাই আমাকে একবার সে সব চুক্তিপত্র দেখতে হবে। কারণ ওই চুক্তিতে কী লেখা আছে তা পরীক্ষা করতে হবে এবং তারপরই এ নিয়ে আমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলব এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ কবি নাতনি খিলখিল কাজী মামলা করবেন বলে জানিয়েছেন। নজরুলের আরেক নাতনি অনিন্দিতা কাজীও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

 

সর্বশেষ খবর