সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বহুবচনের নাটক আমি এবং আমরা

শোবিজ প্রতিবেদক

বহুবচনের নাটক আমি এবং আমরা

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় বহুবচন মঞ্চায়ন করবে ‘আমি এবং আমরা’। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘আমি এবং আমরা’ অবলম্বনে, মনু মাসুদের নাট্যরূপে নাটকটির নির্দেশনায় আরহাম আলো। কেন্দ্রীয় মিসির আলী চরিত্রের নাম ভূমিকায় রয়েছেন তৌফিকুর রহমান। এটির কাহিনি গড়ে উঠেছে এক রহস্যময় কিশোরকে কেন্দ্র করে, যে পরিবার-সমাজ দ্বারা পরিত্যাক্ত হয়ে শেষ পর্যন্ত ঝাঁপিয়ে পড়ে অপমানের বদলা নিতে, হিংসাকে প্রতিহিংসা দিয়ে প্রতিবাদ করতে, ক্লান্তিকর ভারবাহী জীবনের বোঝা দূর করতে আত্মাহুতি দিতে। অভিনয়ে রূপদান করেছেন অপূর্ব, রুমানা, মনু মাসুদ, শাম্মী, হেলাল, সারোয়ার, তাপস, পলাশ, শিফা, নওরিন, মনি, জেনি, হ্যাপি, ফিরোজসহ আরও অনেকে। আলোক পরিকল্পনায় সুজন শামীম, মঞ্চ মনু মাসুদ-মুনির, আবহে আল রিদওয়ান, রূপসজ্জায় তন্ময়।

 

সর্বশেষ খবর