সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস মনোনয়ন

টেইলর সুইফটের রেকর্ড

শোবিজ ডেস্ক

টেইলর সুইফটের রেকর্ড

সংগীতের বিশ্বে সর্বোচ্চ পুরস্কার- ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’। এবার ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। শুক্রবার প্রকাশিত মনোনয়নে জানা গেছে, গায়িকারা এগিয়ে রয়েছেন। এবার গ্র্যামিতে সর্বোচ্চ ৯ ক্যাটাগরিতে সিজা মনোনয়ন  পেয়েছেন। ফোবে ব্রিজারস, সেরবান ঘিনা ও ভিক্টোরিয়া মোনেট  পেয়েছেন সাতটি করে মনোনয়ন। সিজা গ্র্যামি মনোনয়নে চমকে দিয়েছেন ‘এসওএস’ অ্যালবাম দিয়ে। এটি গত বছরের ডিসেম্বরে মুক্তি পায়। মুক্তির পরই বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষে উঠে আসে। টেইলর সুইফট এবার  রেকর্ড গড়েছেন। তিনি ছয়টি মনোনয়ন পেয়েছেন। এবার মনোনয়নসহ ‘সং অব দ্য ইয়ার’ বিভাগে  মোট সাতটি মনোনয়ন পেলেন সুইফট, যা গ্র্যামিতে রেকর্ড সৃষ্টি করেছে। পল ম্যাককার্টনি ও লায়নেল রিচি আগে এ বিভাগে সর্বোচ্চ ছয়টি করে মনোনয়ন পেয়েছিলেন।  আগামী বছরের ৪ ফেব্রুয়ারি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে গ্র্যামি অ্যাওয়ার্ডের আসর বসবে।

 

সর্বশেষ খবর