মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দর্শকদের দেখেছি হাউমাউ করে কাঁদতে : ববিতা

আলাউদ্দীন মাজিদ

দর্শকদের দেখেছি হাউমাউ করে কাঁদতে : ববিতা

১৯৭৪ সাল। মুক্তি পেল নারায়ণ ঘোষ মিতার চলচ্চিত্র ‘আলোর মিছিল’। গল্পটা ‘আলো’ নামের এক মেয়েকে ঘিরে। এই চরিত্রে অভিনয় করেছিলাম আমি। চরিত্রের সব ইমোশন আলোকে ঘিরে। ছবিতে রাজ্জাক সাহেবের সঙ্গে রোমান্টিক জুটি হলেন সুজাতা ম্যাডাম। আমি গল্পে রাজ্জাক সাহেবের ভাগ্নি। আমাকে নিয়ে তখন ইন্ডাস্ট্রিতে যাঁরা লগ্নি করছেন বা যাঁরা আমার বন্ধু, সবাই চাইলেন আমি যেন ছবিটা ‘না’ করি। কারণ ওই সময়টায় রাজ্জাক ভাইয়ের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে রোমান্টিক চরিত্রে কাজ করে বেশ সফল হয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সুন্দর গল্প, সুন্দর চরিত্রে অভিনয়ের ইচ্ছারই জয় হলো। আমি চ্যালেঞ্জে জয়ী হলাম। রাজ্জাক সাহেবের সঙ্গে রোমান্টিক নায়িকা হিসেবে কিছু ছবি হিট করার পর ‘আলোর মিছিল’-এর অফার এলো। নারায়ণ ঘোষ মিতা যখন সিকোয়েন্সগুলো অভিনয় করে দেখাতেন, বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠত। এ জন্যই এসব ছবি করার সময় গ্লিসারিন লাগত না। আমার একটা সংলাপ খুব জনপ্রিয় হয়েছে ‘চা গরম চা গরম’। দর্শক ছবিটা কীভাবে নেয় তা দেখার জন্য বোরকা পরে গিয়েছিলাম ‘মধুমিতা’ সিনেমা হলে। আলো যখন মারা যায়, দর্শককে দেখেছি হাউমাউ করে কাঁদতে। যাঁরা ছবিটি করতে  মানা করেছিলেন তাঁরা সবাই পরে আমাকে সাধুবাদ জানিয়েছিলেন। কারণ এ ছবির পরও রাজ্জাক ভাইয়ের  সঙ্গে আমার রোমান্টিক ছবি হিট হয়েছে। ‘আলোর মিছিল’ আমার প্রিয় সিনেমাগুলোর একটি।

সর্বশেষ খবর