বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সাবিনা ইয়াসমিনের সেরা ৭ গানে বাঁধন

শোবিজ প্রতিবেদক

সাবিনা ইয়াসমিনের সেরা ৭ গানে বাঁধন

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকন্যা ইয়াসমিন ফাইরুজ বাঁধন। মায়ের দেখানো পথ ধরেই হাঁটছেন তিনি। মায়ের উৎসাহ-অনুপ্রেরণায় নিজেকে জড়িয়েছিলেন গানে। মায়ের গাওয়া গান তিনি কণ্ঠে তুলেছেন, হয়েছেন প্রশংসিত। কয়েকটি রবীন্দ্রসংগীতের হিন্দি ও ইংলিশ ভার্সন করে আলোচনায় আসেন। যেগুলো তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘বাঁধনস প্লেলিস্ট’-এ অবমুক্ত হয়। অজয় মিত্রের সংগীত পরিচালনায় মৌলিক গান ‘পরবাস’ কিছুদিন আগে প্রকাশও হয়। নিজের গাওয়া গানগুলো চ্যানেলে প্রকাশ করতেই শ্রোতাদের অগণিত প্রশংসা পান। সম্প্রতি তিনি ‘আই মিডিয়া’ ইউটিউব চ্যানেলের জন্য মায়ের গাওয়া সেরা সাতটি গান নিজের কণ্ঠে গেয়েছেন। কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের সেরা সাতটি গান হলো- এই মন তোমাকে দিলাম, তোমার দুনিয়া দেখিয়া শুনিয়া, ও আমার রসিয়া বন্ধুরে, আমি আছি থাকবো, মনটা যদি খোলা যেত, অশ্রু দিয়ে লেখা এ গান এবং প্রেমে পড়েছে মন। ‘আই মিডিয়া’ ইউটিউব চ্যানেলে গান গাওয়া, নিজের ব্যস্ততা ও মাকে নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমি এমন একটি পরিবারে জন্মেছি যেটি আমার কাছে খুবই গর্বের এবং শুধু আমার নয়, পুরো বাংলাদেশের। তিনি আর কেউ নন, আমার মা কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। যাঁর গান বাংলাদেশ এবং উপমহাদেশেও জনপ্রিয়। তিনি অসম্ভব ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। এমন মায়ের সন্তান হওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। মায়ের সুবাদেই আমি সবার কাছ থেকে অনেক সহযোগিতা পাই। আমার মায়ের অসংখ্য জনপ্রিয় গান আছে। যেগুলো থেকে প্রিয় সাতটি গান বাছাই করে গাওয়া খুবই দুঃসাহসী ব্যাপার। তাঁর গাওয়া সব গানই আমার ভালো লাগে। তবে সব গানের ভিড়ে আমার সবচেয়ে প্রিয় ‘এই মন তোমাকে দিলাম’ গানটি। এ গানটিসহ আরও কিছু গান গাওয়ার একটু দুঃসাহস করলাম। আশা করছি মেয়ের কণ্ঠে মায়ের গান শ্রোতারা পছন্দ করবেন।

 

সর্বশেষ খবর