শিরোনাম
বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
নজরুলের গান বিকৃতি

এ আর রহমানকে হাই কোর্টের নির্দেশ

শোবিজ ডেস্ক

এ আর রহমানকে হাই কোর্টের নির্দেশ

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান বিকৃতি করায় ব্যাপক আলোচিত হয়েছিলেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। এবার সব অনলাইন প্ল্যাটফরম থেকে বিকৃত করে গাওয়া ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি সরাতে হাই কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে এ আর রহমানকে। গত বছর ১০ নভেম্বর ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পেয়েছে ভারতীয় সিনেমা ‘পিপ্পা’। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি সিনেমাটি। এতে বাংলাদেশের যশোরের মুক্তিযুদ্ধও দেখানো হয়। ইতিহাসনির্ভর এ সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন এ আর রহমান। সিনেমায় তিনি ব্যবহার করেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি। তবে নজরুলের সুরে নয়, কবির গানের কথায় নিজের মনগড়া সুর প্রয়োগ করেছেন রহমান। আর তাতেই খেপেছিলেন নেটিজেনরা। কবির গান বিকৃত  হওয়ায় সমালোচনা করেছেন নজরুল অনুরাগীরাও। অস্কারজয়ী সুরকারের কাছে এমন ভুল আশা করেননি ভারতের দুই বিশিষ্ট সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র ও প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। সমালোচনার ঝড়ে উঠে এসেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুলের গানগুলোতে কপিরাইট না থাকায় যে কেউ এ গান ব্যবহার এবং ইচ্ছামতো বিকৃতি করছেন। তাই এমন নিম্নমানের কাজ যেন ভবিষ্যতে আর না হয় সে উদ্দেশ্যে আইনের প্রয়োগের দাবিও তুলেছিলেন কেউ কেউ।

সর্বশেষ খবর