শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঢাকা চলচ্চিত্র উৎসবে শর্মিলা

শোবিজ প্রতিবেদক

ঢাকা চলচ্চিত্র উৎসবে শর্মিলা

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এ স্লোগানে ২০ জানুয়ারি পর্দা উঠবে দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। অনুষ্ঠানের সেরা আকর্ষণ হিসেবে থাকবেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তার উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। তিনি জানান, শর্মিলা ঠাকুরের পাশাপাশি এবারের উৎসব আলোকিত করতে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাস্টারক্লাসে অংশ নেবেন ইরানি নির্মাতা ও প্রযোজক মাজিদ মাজিদি, ভারতীয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত ও চীনের সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার শি চুয়ান। মাস্টারক্লাসে নিজের অভিজ্ঞতা ভাগাভাগির পাশাপাশি দর্শকদের গানও শোনাবেন অঞ্জন দত্ত। বাংলাদেশসহ ৭৪টি দেশের মোট ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আসরটি শুরু হবে অভিনেত্রী জয়া আহসানের ‘ফেরেশতে’ সিনেমা দিয়ে।

সর্বশেষ খবর