শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মীর সাব্বিরের পরিকল্পনা...

শোবিজ প্রতিবেদক

 মীর সাব্বিরের পরিকল্পনা...

অভিনেতা মীর সাব্বির ২৫ বছর ধরে অভিনয় করছেন। দীর্ঘ ক্যারিয়ারে পেয়েছেন তুমুল দর্শকপ্রিয়তা। এখনো অভিনয়ে সরব তিনি। পরিচালক হিসেবেও সমাদৃত হয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এবারের ঈদের জন্য দুটি নাটক পরিচালনা করছেন। আরও বেশ কয়েকজন পরিচালকের নাটকেও দেখা যাবে এই ঈদে। মীর সাব্বির বলেন, এখন বয়স, অভিজ্ঞতা অনুযায়ী চরিত্র করতে চাই, যা আমাকে মানাবে। যে চরিত্র আমাকে দিয়ে হবে তেমন গল্প চাই, তেমন চরিত্র চাই। সব ধরনের কাজ করতে চাই না। তথাকথিত ভিউ হওয়ার জন্য নাটক করতে চাই না। ভিউ আমিও চাই, কিন্ত ভালো নাটক দিয়ে। যে চরিত্রের জন্য দর্শকরা আমাকে দীর্ঘদিন মনে রাখবে। কাজেই সব ধরনের চরিত্রে এখন নিজেকে চাই না। তিনি বলেন, এবারের ঈদের জন্য দুটো নাটক পরিচালনা করব। একটি অলরেডি পরিচালনা করেছি। আরেকটি করব। দুটো নাটকের একটিতে দর্শকরা আমাকে দেখবেন। তা ছাড়া অন্য পরিচালকদের নাটকে অভিনয় করছি, যা ঈদে প্রচারিত হবে। হানিফ সংকেতের পরিচালনায় একটি ঈদের নাটক করেছি। তবে অন্য ঈদের চেয়ে এবার নাটক একটু কম করছি ।

সর্বশেষ খবর