রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

অভিনয় শিল্পী সংঘের উৎসব...

শোবিজ প্রতিবেদক

গতকাল লাজপল্লী, হেমায়েতপুর সাভারে দিনব্যাপী অভিনয়শিল্পী সংঘের ‘বৈশাখী উৎসব ২০২৪’ সাধারণ সভা ও আনন্দ সম্মিলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন টিভি অঙ্গনের তারকা ও অভিনয়শিল্পীরা। এর মধ্যে উল্লেখযোগ্য- আহসান হাবীব নাসিম (সভাপতি), রওনক হাসান (সাধারণ সম্পাদক), সাজু খাদেম, ঊর্মিলা, মম, ইমতিয়াজ বর্ষণ, নিশাত প্রিয়ম,  সানসি ফারুক, টুটুল চৌধুরী, রাশেদ মামুন অপু, জিয়াউল কিসলু, চিত্রলেখা গুহ, জলি রহমান, রাজু, কচি খোন্দকার, ড. এজাজ, ফারুখ আহমেদ, জামিল, হাসনাত রিপন, মুকিত জাকারিয়া, সুভাশিষ ভৌমিক, আকাশ রনজন, আইনুন পুতুল, নাজনীন চুমকী প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর