শিরোনাম
শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা

এবার সালমানের নায়িকা রাশমিকা

শোবিজ ডেস্ক

এবার সালমানের নায়িকা রাশমিকা

দক্ষিণী তারকা রাশমিকা মান্দানার ভক্তদের জন্য সুখবর। সম্প্রতি সালমানের নতুন সিনেমার ঘোষণা এসেছে। সিনেমার নাম ‘সিকান্দার’। এ সিনেমায় সালমানের নায়িকা হচ্ছেন রাশমিকা। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ রাশমিকার নাম ঘোষণা করে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এবং এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ঈদে। পোস্টটি শেয়ার করে রাশমিকা লিখেছেন, অনেকেই অনেকদিন ধরে পরবর্তী কাজের কথা জানতে চেয়েছেন এবং এখানেই চমক! সিনেমাটির অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ এবং সম্মানিত। ‘গুডবাই’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন রাশমিকা।

সর্বশেষ খবর