শিরোনাম
শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা
শিমুল মুস্তাফার সম্মাননায়

এসো মিলি আনন্দধারায়

শোবিজ প্রতিবেদক

এসো মিলি আনন্দধারায়

নন্দিত আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। যিনি আবৃত্তি জগতের ম্যাজিশিয়ান, আবৃত্তিতে তৈরি করেছেন নিজস্ব ঢং। যার দুঃসাহসী কণ্ঠ আজও ভয়হীন। যিনি আবৃত্তির মাধ্যমে বিভিন্ন সময়ে সৃষ্টি করেছেন প্রতিবাদের ভাষা। তার বিরল কণ্ঠের মাধুর্য মুগ্ধ করে অন্তরাত্মাকে। এ চির আপসহীন আবৃত্তিকার এবার অর্জন করেছেন বিরল একুশে পদক সম্মাননা। এ পদক প্রাপ্তিতে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি ও শিমুলের পাঠশালা আয়োজন করেছে এক মিলনমেলা। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বসবে গান-কবিতা ও আড্ডার আসর ‘এসো মিলি আনন্দধারায়’ উপস্থিত থাকবেন গুণীজনরা। এ আনন্দসন্ধ্যায় শিমুল মুস্তাফা প্রিয় কিছু কবিতা পড়বেন, একুশে পদক প্রাপ্তির অনুভূতি শেয়ার করবেন ও স্মৃতিপটে দীর্ঘ পথযাত্রা তুলে ধরবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর