মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা

আবেগাপ্লুত কাজী হায়াৎ

শোবিজ প্রতিবেদক

আবেগাপ্লুত কাজী হায়াৎ

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে প্রদান করা হয়েছে ‘বিএফডিএ অ্যাওয়ার্ড’। শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ আয়োজন করা হয়। প্রথমবারের মতো পরিচালক সমিতির সদস্য ও ওয়েব ফিল্ম পরিচালকদের উৎসাহ দিতে এই পুরস্কার প্রদানের আয়োজন করা হয়। বছরে মুক্তি পাওয়া সিনেমাগুলো থেকে সেরা সিনেমাগুলো বাছাই করে বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়। ২০২২-এ আজীবন সম্মাননা পেয়েছেন মাসুদ পারভেজ (সোহেল রানা) এবং এ ই জে মিন্টু। ২০২৩-এ আজীবন সম্মাননা দেওয়া হয় এম এ আলমগীর ও কাজী হায়াতকে। পুরস্কার হাতে নিয়ে আপ্লুত কণ্ঠে কাজী হায়াৎ বলেন, ‘১৯৭৪ থেকে ২০২৪, প্রায় ৫০ বছর। তবে কি আমার বিদায়? হে চলচ্চিত্রের মানুষ আমাকে বিদায় দিও না। চলচ্চিত্র আমার প্রেরণা ও বেঁচে থাকা। আমি চলচ্চিত্র থেকে বিদায় নিতে চাই না। আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত চলচ্চিত্রের মানুষ হয়ে বাঁচতে চাই। আমাকে চলচ্চিত্রে রেখ। আজীবন সম্মাননা পাওয়াতে মনে হচ্ছে আমার বিদায়। আজীবন চলচ্চিত্রের মানুষ হয়েই সবার মাঝে থাকতে চাই।’ এদিকে প্রযোজক হিসেবে একসঙ্গে ছয়টি সিনেমা প্রযোজনা করার ঘোষণা কয়েক মাস আগেই দিয়েছিলেন ড. মাহফুজুর রহমান। এবার জানালেন, ছয় সিনেমার প্রথমটির নাম ‘আমি নায়িকা হব না’। এটি পরিচালনা করবেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ।

 

সর্বশেষ খবর