শিরোনাম
মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ০০:০০ টা

বিড়ম্বনায় উর্বশী

শোবিজ ডেস্ক

বিড়ম্বনায় উর্বশী

লালগালিচার জমকালো আসর পেরিয়ে পালে ভবনের বহির্গমন ফটকে একা অসহায় দাঁড়িয়েছিলেন উর্বশি। হন্যে হয়ে এদিক ওদিক খুঁজছিলেন তাকে নেওয়ার মার্সিডিজ বেঞ্জ। তবে ৫  মিনিটেই পেয়ে গেলেন কাঙ্ক্ষিত গাড়ি। উৎসবের মূল ভবনের এক্সিট ফটকে দাঁড়িয়ে গাড়িতে ওঠার আগমুহূর্তে উর্বশি বললেন, ‘বাংলাদেশ ভালোবাসি। সেখানে আমার দর্শক ও ভক্তদের ভালোবাসি। অনেকদিন হলো বাংলাদেশে আমি যাইনি। সে জন্য আমি খুবই অপেক্ষায় আছি দেশটিতে যাওয়ার জন্য। কান উৎসব শেষ করার পর সেটা হয়তো হবে। এবং আমি অনেক হ্যাপি এই উৎসবে এসেও বাংলাদেশ নিয়ে কথা বলতে পেরে।’ উর্বশি রাউতেলা কবছর ধরে নিয়মিত আসছেন কান চলচ্চিত্র উৎসবে। সিনেমা নয়, লালগালিচায় হাঁটছেন বিভিন্ন প্রসাধনী পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। গত বছরও তিনি নাকি লাল গালিচায় হেঁটে বেরোবার পর ৪৫ মিনিট ধরে গাড়ির অপেক্ষায় ছিলেন। উৎসবে তার গ্ল্যামারাস উপস্থিতি প্রতিবারই নজরকাড়ে ফ্যাশন দুনিয়ায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

 

সর্বশেষ খবর